নাটক যদি খারাপ হয় তাহলে দেখা বন্ধ করে দেন, কেন বললেন নিলয়

নিলয় আলমগীর। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৫ | ১৫:৪৯ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৫ | ১৬:৪১
ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বর্তমানে টেলিভিশন নাটকের সবচেয়ে ব্যস্ত অভিনেতা তিনি। সেই নিলয়কেই নাকি নাটক ছেড়ে দিতে বলেছেন কোনো একজন।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন নিলয়। তার সেই পোস্টটি দেখেই বোঝা যাচ্ছে, নাটকের মানের কারণে কেউ তাকে নাটকে অভিনয় করা থেকে বিরত থাকছে বলেছেন।
কারো নাম উল্লেখ না করে কিছুটা বিরক্তির সুরে নিলয় লিখেছেন, ‘আমার নাটক দেখেই আমাকে চেনেন এবং আমার নাটক দেখেই আমার ফ্যান হয়েছেন। এখন আবার আমাকে বলছেন নাটক ছেড়ে দিতে। কিছুই তো বুঝতেসি না।’
তিনি আরও লিখেছেন, ‘আমি নাটক ছেড়ে দিলেই কি আপনি নাটক দেখা বন্ধ করবেন? সেটা তো করবেন না। অন্য আরেকজনের নাটক ঠিকই দেখবেন। নাটক যদি এতই খারাপ জিনিস হয় তাহলে সবাই মিলে নাটক দেখা বন্ধ করে দেন। তাহলে নতুন নাটকও হবে না। বল কিন্তু আপনার কোর্টে।’
প্রসঙ্গত, ২০০৯ সালে ফেয়ার অ্যান্ড লাভলী সুপার হিরো সুপার হিরোইন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে শোবিজে পথ চলা শুরু হয় নিলয়ের। মাসুদ কায়নাত পরিচালিত ‘বেইলি রোড’ চলচ্চিত্র দিয়ে তিনি চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। তার সর্বশেষ সিনেমা ‘অল্প অল্প প্রেমের গল্প’ মুক্তি পায় ২০১৪ সালে। এরপর সিনেমায় অভিনয় না করলেও নিয়মিত কাজ করছেন টিভি নাটকে।
- বিষয় :
- নিলয় আলমগীর
- নাটক
- সিনেমা