ঢাকা মঙ্গলবার, ১৭ জুন ২০২৫

প্রিয়াঙ্কার হয়ে কেন মিষ্টি বিতরণ করলেন শ্বশুর কেভিন

প্রিয়াঙ্কার হয়ে কেন মিষ্টি বিতরণ করলেন শ্বশুর কেভিন

প্রিয়াঙ্কা চোপড়া ও তার শ্বশুর কেভিন জোনাস

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:২৪ | আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১৯:২৭

এই ভারত, এই মার্কিন যুক্তরাষ্ট্র। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া কখন কোন দেশে থাকেন তা হয়তো বলিউডের অনেকেই বুঝে উঠতে পারেন না। বর্তমানে ভারতের অবস্থান করেছেন তিনি। উপলক্ষ ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ে। কয়েকদিন আগেই স্বামীর পরিবারের সদস্যদের নিয়ে মার্কিন মুলুক থেকে ভারতে পৌঁছান প্রিয়াঙ্কা চোপড়া।

বউমার ভাইয়ের বিয়ের জন্য ছেলেকে ছাড়াই আগেভাগে মুম্বাইতে পা রেখেছেন প্রিয়াঙ্কার শ্বশুর-শাশুড়ি।

বুধবার গায়ের হলুদের অনুষ্ঠানের একাধিক ছবি-ভিডিও প্রকাশ্যে এসেছে। তার ফাঁকেই দেখা গেল, বউমার ভাইয়ের বিয়েতে পুরাদস্তুর দেশি মুডে নিক জোনাসের বাবা। অতিথি আপ্যায়নের পাশাপাশি মিষ্টিও পরিবেশন করতে দেখা গেল তাঁকে।


ভাইয়ের বিয়েতে শ্বশুর-শাশুড়ির সঙ্গে প্রিয়াঙ্কা। ছবি: এএনআই

গায়ে হলুদের পর বুধবার রাতে সিদ্ধার্থ চোপড়া, নীলম উপাধ্যায়ের মেহেদী আসরেও বেশ সক্রিয় দেখা যায় প্রিয়াঙ্কার শ্বশুর কেভিন জোনাস এবং শাশুড়ি ডিনাইস মিলার জোনাসকে। হাতে মিষ্টির প্যাকেট নিয়ে অতিথিদের পরিবেশন করছিলেন তিনি। পাপারাজ্জিদেরও মিষ্টি বিতরণ করতেও দেখা যায় তাঁকে।

শুধু তাই নয়, নিক জোনাসের বাবাকে বলতে শোনা যায়, ‘আমি প্রিয়াঙ্কার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ, একটু মিষ্টিমুখ করে নিন।’ সূত্র: হিন্দুস্থান টাইমস ও সংবাদ প্রতিদিন।

আরও পড়ুন

×