ঢাকা বুধবার, ২৫ জুন ২০২৫

নুসরাত মাটিকে বিয়ে করলেন সংগীতশিল্পী সানি

নুসরাত মাটিকে বিয়ে করলেন সংগীতশিল্পী সানি

আহমেদ হাসান সানি ও নুসরাত মাটি

সমকাল ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫ | ১৮:৫২

তিন বছরের বন্ধুত্ব, এরপর প্রেম। অবশেষে বিয়ে করলেন সংগীতশিল্পী ও নির্মাতা আহমেদ হাসান সানি। শুক্রবার ঘরোয়া আয়োজনে তিনি বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন বলে জানা গেছে।

পাত্রী নুসরাত মাটি। তিনি ইউরোপে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করেছেন। গল্প ও চিত্রনাট্য লিখছেন, সঙ্গে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র বিষয়ে শিক্ষকতা করছেন।

সানি গণমাধ্যমে বলেন, ‘গান থেকে সাহিত্য, সিনেমা-সব কিছুতে আমাদের মধ্যে ভীষণ মিল পেলাম। এটাই এ সম্পর্ক এগিয়ে নিতে সহায়তা করেছে। মাটি ভীষণ মেধাবী; অনেক জানে, এটাই আমাকে বেশি আকর্ষিত করেছে।’

গেল ১৬ মে মুক্তি পেয়েছে মাটির লেখা সিনেমা ‘জয়া আর শারমিন’। সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু খান। এ ছাড়া গত বছর সনি ফিউচার ফিল্মমেকার অ্যাওয়ার্ডস লাভ করেছে মাটির নির্মিত শর্টফিল্ম ‘বিলো দ্য উইন্ডো’।

এদিকে ২০১২ সালে গান শুরু করেন সংগীতশিল্পী আহমেদ হাসান সানি। ‘শহরের দুইটা গান’, ‘হয়তো আমরা’, ‘মানুষ কেন এ রকম’, ‘কেমনে কী’ ইত্যাদি গান গেয়ে শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছেন। বিজ্ঞাপনচিত্র নির্মাতা হিসেবেও পরিচিতি রয়েছে তার। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সং ফ্রম দ্য সাউথ’ নির্মাণ করেছেন সানি।

আরও পড়ুন

×