ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ভালো নেই সৌমিত্র, আইটিইউতে স্থানান্তর

ভালো নেই সৌমিত্র, আইটিইউতে স্থানান্তর

সৌমিত্র চট্টোপাধ্যায়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০ | ০০:২১ | আপডেট: ১০ অক্টোবর ২০২০ | ০১:২১

করোনাভাইরাসে আক্রান্ত পশ্চিমবঙ্গের প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থার অবনতি হয়েছে। তাকে স্থানান্তরিত করা হয়েছে ইনটেনসিভ থেরাপি ইউনিটে (আইটিইউ)। 

মঙ্গলবার বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৮৫ বছর বয়স্ক সৌমিত্র চট্টোপাধ্যায়কে। খবর আনন্দবাজার পত্রিকার

শুক্রবার বিকেল থেকে সৌমিত্রের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অনিয়মিত রক্তচাপ এবং অসুস্থতা বাড়ায় তাকে স্থানান্তরিত করা হয়েছে আইটিইউতে।

এর আগে, বেলভিউ হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বাধীন চার সদস্যের মেডিকেল বোর্ড জানিয়েছিল, বৃহস্পতিবারেও তার জ্বর আসেনি। শারীরিক অবস্থা ভাল ছিল। হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়ায় ঝুঁকি না নিয়ে তাকে আইটিইউতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। 

গত কয়েকদিন ধরে সৌমিত্র চট্টোপাধ্যায় অসুস্থ ছিলেন। চিকিৎসকদের পরামর্শে তার করোনা পরীক্ষা করা হয়। 

বেলভিউ হাসপাতালের প্রধান নির্বাহী প্রদীপ ট্যান্ডন বলেন, ‘আগের থেকে সুস্থ রয়েছেন তিনি। চিকিৎসা চলছে। আরও তিন-চার দিন হয়তো থাকতে হতে পারে।’

গত কয়েক মাস শ্যুটিং বন্ধ ছিল টালিউডে। স্বাস্থ্যবিধি মেনে সম্প্রতি সৌমিত্র শ্যুটিং শুরু করেছিলেন। কাজ করছিলেন তার ওপর তৈরি একটি তথ্যচিত্রে। এর মধ্যেই তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন।

আরও পড়ুন

×