আজ সমকাল লাইভে আসিফ আকবর

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০ | ০১:১২ | আপডেট: ১০ অক্টোবর ২০২০ | ০১:১৫
আসিফ আকবর। বিরহের গান দিয়েই শ্রোতাদের কাছে বেশি জনপ্রিয় তিনি। তার প্রথম অ্যালবাম ‘ও প্রিয়া’ এতটাই জনপ্রিয় হয় যে এখন পর্যন্ত ৫০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছে এই অ্যালবামের। এই অ্যালবামের পর থেকেই গান নিয়ে বীরদর্পে যাত্রা তার। নিয়মিত গান নিয়ে ছুটছেন এখনও।
সাম্প্রতিক ট্রেন্ডের সঙ্গে মিলে একের পর এক প্রকাশ করছেন মিউজিক ভিডিও। সঙ্গীতের অনেকেই তাকে বাংলা গানের যুবরাজ আখ্যায়িত করে থাকেন। সমকাল অনলাইন লাইভে আজকে অতিথি হয়ে আসছেন দরাজ গলার এ গায়ক।
জীবনের নানা অনুসঙ্গ ও বর্ণিল ক্যারিয়ারের নানা বিষয়ে আজ সমকাল অনলাইন লাইভে কথা বলবেন আসিফ আকবর। সেই সঙ্গে করোনাকালে সঙ্গীতের অবস্থা, গানের কপিরাইট ইস্যু নিয়েও কথা বলবেন তিনি।
অনু্ষ্ঠানটি আজ রাত ৮টায় সমকালের ফেসবুক পেজ ও ওয়েব সাইটে সরাসরি দেখ যাবে। সেই সঙ্গে দর্শকরা প্রশ্ন করার সুযোগ পাবেন প্রিয় এই তারকাকে।
- বিষয় :
- আসিফ আকবর
- বিনোদন
- সমকাল লাইভ