ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫

নওয়াজিশ বললেন, ‌আলী যাকের নেই, আমার হৃদয় ভেঙে গেল

নওয়াজিশ বললেন, ‌আলী যাকের নেই, আমার হৃদয় ভেঙে গেল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২০ | ০৪:৩০ | আপডেট: ২৭ নভেম্বর ২০২০ | ০৪:৩২

‌'ভোরে খুব দুঃখজনক একটি খবর শুনে সবার মতো মতো আমার হৃদয় ভেঙে গেল। একজন অতি সম্মানিত ব্যক্তি, আলী যাকের আর নেই! মঞ্চ, টেলিভিশন এবং খবরের কাগজগুলিতে অনন্য বহুমুখীতার জন্য যিনি তাকে উপাসনা করেছিলেন তা অদম্যভাবে শোক ও দুঃখজনক সংবাদ।'

বলছিলেন প্রখ্যাত নাট্যজন আলী যাকেরের মৃত্যুর খবর শুনার পর বাংলাদেশের প্রখ্যাত নাট্য এবং টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা নওয়াজিশ আলি খান বলছিলেন কথাগুলো।

হুমায়ূন আহমেদ-এর অসংখ্য নাটকের পরিচালক নওয়াজীশ আলী খান। বিটিভিতে হুমাযূন আহমেদের লেখা প্রচারিত যে নাটকগুলোতে আলী যাকের অভিনয় করেছেন তার সবগুলোরই নির্মাতা তিনি। আলী যাকেরের মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি। জানালেন, আলী যাকের আমার বন্ধু ছিলেন। মানুষ হিসেবেও অসাধারণ ছিলেন তিনি। আমাদের দেশের বিজ্ঞাপনের শিল্পে নেতা হিসাবে ছিলেন অতুলনীয় অনেক সৃজনশীল ক্ষেত্রে অসামান্য ব্যক্তিত্ব হারিয়েছি। তাঁর বিদেহী আত্মা চির শান্তিতে থাকুক! আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসে স্থান দান করুন। 

শুক্রবার ভোর ৬টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আলী যাকের। তার মৃত্যুতে সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। 

আরও পড়ুন

×