ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

সোহানা সাবার গল্প ও চিত্রনাট্যে ওয়েব সিরিজ

সোহানা সাবার গল্প ও চিত্রনাট্যে ওয়েব সিরিজ

সোহানা সাবা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০০:৩৬

অভিনয়ের পাশাপাশি এবার গানের মডেল হলেন সোহানা সাবা। 'টুইন রিটার্নস' নামে ওয়েব সিরিজের একটি গানে তাকে মডেল হিসেবে দেখা যাবে। গানের শিরোনাম 'মন'। দ্বৈত এই গানে কণ্ঠ দিয়েছেন শান্তনু দে সরকার ও চন্দ্রিকা ভট্টাচার্য। 

রাজিব দত্তের লেখা এই গানের সংগীতায়োজন করেছেন ডাব্বু। কোরিওগ্রাফি করেছেন পংকজ। সম্প্রতি অনলাইনে 'মন' গানের ভিডিওটি প্রকাশ করা হয়েছে। এই গানের মডেল হওয়ার পাশাপাশি 'টুইন রিটার্নস' ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন সোহানা সাবা। সিরিজটি নির্মিত হয়েছে এই অভিনেত্রীর লেখা গল্প ও চিত্রনাট্য নিয়ে।

 এ নিয়ে সোহানা সাবা বলেন, 'টুইন রিটার্নস' সিরিজ নিয়ে যেভাবে পরিকল্পনা সাজানো হয়েছিল, তা অপরিবর্তিত রাখতেই একাধিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছি। গল্প ও চিত্রনাট্য লেখার পাশাপাশি অভিনয় করেছি। গানের মডেল হিসেবে কাজ করার পেছনেও একই ভাবনা ছিল। আশা করছি, গানের ভিডিও এবং ওয়েব সিরিজটি দর্শকের ভালো লাগবে। 

আগামী ২৫ ডিসেম্বর থেকে একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে ওয়েব সিরিজটি দেখা যাবে বলেও সোহানা সাবা জানান।


whatsapp follow image

আরও পড়ুন

×