ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

প্রভাবশালী এশীয় তারকাদের শীর্ষে সোনু

প্রভাবশালী এশীয় তারকাদের শীর্ষে সোনু

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ০৪:৪৯ | আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ | ০৬:৪১

করোনাকালে নিজ উদ্যোগে বাস, ট্রেন, এমনকি উড়োজাহাজে করে ভারতের বিভিন্ন রাজ্যের অভিবাসী দিনমজুর ও তাদের পরিবারকে বাড়ি পাঠিয়ে আলোচনায় আসেন বলিউড তারকা সোনু সুদ।

অবশ্য সোনু সুদ কখনোই বলিউডের প্রথম সারির তারকা ছিলেন না। তার চলচ্চিত্র জীবনের শুরুর দিকের অধ্যায় ভীষণ সংগ্রামের।

‘দাবাং’ খ্যাত এই অভিনেতা এবার এশিয়ার প্রথম ৫০ জন প্রভাবশালী তারকার মধ্যে শীর্ষ স্থানটি দখল করে চমকে দিলেন সবাইকে। যুক্তরাজ্যভিক্তিক সাপ্তাহিক ম্যাগাজিন 'ইস্টার্ন আই' এই  তালিকা প্রকাশ করে। এতে দেখা যায়, প্রিয়াঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন, আরমান মালিক, দক্ষিণী তারকা প্রভাসকে টপকে সোনু শীর্ষস্থান অর্জন করেছেন।

সম্মান জিতেও মাটিতে পা রাখা সোনু বললেন, ‘জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এভাবেই কাজ করে যেতে চাই।’

এর আগে কিরগিজস্তান থেকে ভারতীয় শিক্ষার্থীদের ঘরে ফেরাতেও সহায়তা করেন তিনি। সূত্র: বলিউড হাঙ্গামা

whatsapp follow image

আরও পড়ুন

×