দেউলিয়া হওয়ার পথে রাখি সাওয়ান্ত
রাখি সাওয়ান্ত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ১১:৪৪
অর্থ-সম্পদ সব হারিয়ে দেউলিয়া হওয়ার পথে বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। রাখির অর্থ, সম্পত্তি প্রায় সব কিছুই নিয়ে গেছেন এক ব্যক্তি। কিন্তু সেই ব্যক্তি আর বেঁচে না থাকায় রাখির অর্থ কিংবা সম্পত্ত ফেরত পাওয়া সম্ভব নয়। খবর জিনিউজের।
সম্প্রতি একটি টেলিভিশনে সাক্ষাতকারে দিয়েছেন ড্রামা কুইন খ্যাত রাখি সাওয়ান্ত। সেখানে তিনি দাবি করেন, এই মুহূর্তে তার অর্থের প্রয়োজন, না হলে তিনি দেউলিয়া হয়ে যেতে পারেন। যার কাছে তার অর্থ এবং সম্পত্তি ছিল, তিনি জীবিত না থাকায়, তার সব প্রায় শেষ হয়ে গেছে।
রাখির অভিযোগ, জালিয়াতি করে তার সমস্ত অর্থ এবং সম্পত্তি লুট করে নেওয়া হয়েছে। এ কারণে এই মুহূর্তে তিনি বিগ বসের ঘরে হাজির হয়ে শো জিততে চান। বিগ বসে বিজয়ী হওয়া তার কাছে স্বপ্ন। সেই সঙ্গে অর্থেরও প্রয়োজন।
সম্পদ হারিয়ে অবসাদে ভুগছেন বলেও জানিয়েছে রাখি। সেই সঙ্গে নতুন করে জীবন শুরুর আশাবাদও ব্যক্ত করেছেন রাখি। এ বিষয়ে বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের প্রসঙ্গও টেনে আনেন এই অভিনেত্রী। তার মতে, বিগ বি-র মতো এত বড় একজন তারকা যদি প্রায় দেউলিয়া হয়ে নতুন করে জীবন শুরু করতে পারেন, জীবনের চরম সফলতায় পৌঁছতে পারেন, তাহলে তিনি কেন পারবেন বলে প্রশ্ন করেন রাখি সাওয়ান্ত।
- বিষয় :
- বলিউড অভিনেত্রী
- রাখি সাওয়ান্ত
- দেউলিয়া