কলেজছাত্রের বাবার নাম ইমরান হাশমি, মা সানি লিওন!
ইমরান হাশমি ও সানি লিওন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ১২:৩৬
বিয়ে তো দূরের কথা, কখনও প্রেমের গুঞ্জনও শোনা যায়নি বলিউড অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী সানি লিওনের। অথচ খবর রটেছে ইমরান হাশমি ও সানি লিওনের ছেলে বর্তমানে ভারতের 'বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়'-এর অধীন মুজাফরনগরের একটি কলেজের ছাত্র। সম্প্রতি ইমরান-সানির ছেলের কলেজের অ্যাডমিট কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
তবে সবখানে রটে যাওয়া এই খবর সত্য নয়। বিহারের ওই ছাত্রটি বলিউড তারকা ইমরান হাশমি ও সানি লিওনের সন্তান নয়।
অন্যদিকে জিনিউজ জানিয়েছে, উত্তর বিহারের বাসিন্দা ওই কলেজ ছাত্রের অ্যাডমিট কার্ডে কেউ ইচ্ছাকৃতভাবেই বাবা-মায়ের নামের জায়গায় ইমরান হাশমি ও সানি লিওনের নাম বসিয়ে দিয়েছেন। এই কাজ কে করেছেন? সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ছাত্র নিজেও এমন কাজ করে থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে।
- বিষয় :
- ইমরান হাশমি
- সানি লিওন