ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

কলেজছাত্রের বাবার নাম ইমরান হাশমি, মা সানি লিওন!

কলেজছাত্রের বাবার নাম ইমরান হাশমি, মা সানি লিওন!

ইমরান হাশমি ও সানি লিওন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২০ | ১২:৩৬

বিয়ে তো দূরের কথা, কখনও প্রেমের গুঞ্জনও শোনা যায়নি বলিউড অভিনেতা ইমরান হাশমি ও অভিনেত্রী সানি লিওনের। অথচ খবর রটেছে ইমরান হাশমি ও সানি লিওনের ছেলে বর্তমানে ভারতের 'বাবাসাহেব ভীমরাও আম্বেদকর বিহার বিশ্ববিদ্যালয়'-এর অধীন মুজাফরনগরের একটি কলেজের ছাত্র। সম্প্রতি ইমরান-সানির ছেলের কলেজের অ্যাডমিট কার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

তবে সবখানে রটে যাওয়া এই খবর সত্য নয়। বিহারের ওই ছাত্রটি বলিউড তারকা ইমরান হাশমি ও সানি লিওনের সন্তান নয়।

ভাইরাল হওয়া সেই অ্যাডমিট কার্ড

অন্যদিকে জিনিউজ জানিয়েছে, উত্তর বিহারের বাসিন্দা ওই কলেজ ছাত্রের অ্যাডমিট কার্ডে কেউ ইচ্ছাকৃতভাবেই বাবা-মায়ের নামের জায়গায় ইমরান হাশমি ও সানি লিওনের নাম বসিয়ে দিয়েছেন। এই কাজ কে করেছেন? সে বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই ছাত্র নিজেও এমন কাজ করে থাকতে পারেন বলেও সন্দেহ করা হচ্ছে। 

whatsapp follow image

আরও পড়ুন

×