ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

'আমি এভাবেই নিজেকে রিফ্রেশ করে নিই'

'আমি এভাবেই নিজেকে রিফ্রেশ করে নিই'

হুমার পোস্ট করা ছবিটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২০ | ১২:০০ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২০ | ২২:২৫

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও পোস্ট করে বিভিন্ন সময় আলোচনায় এসেছেন হুমা কুরেশি। প্রশংসাও পেয়েছেন বিভিন্ন কাজের ছবি পোস্ট করে। কিন্তু এবার মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো তাকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি ছবি নিয়ে রীতিমতো নিন্দার ঝড় বইতে শুরু করেছে। যে কারণে অনেক ভক্ত ও অনুরাগীর রোষের মুখে পড়তে হয়েছে এই বলিউড অভিনেত্রীকে।

হুমার পোস্ট করা ছবিতে দেখা গেছে, তার হাতে মদের গ্লাস আর পাশের টেবিলে রাখা আছে মদের বোতল। এই ছবি পোস্ট করে হুমা কুরেশি লিখেছেন, 'শীতেও যখন মুম্বাইয়ে গ্রীষ্মকাল অনুভূত হয়, তখন আমি এভাবেই নিজেকে রিফ্রেশ করে নিই।' এরপরই রিফ্রেশ হতে চাইলে কীভাবে মদের গ্লাসের পেগ তৈরি করতে হবে, সে রেসিপিও শিখিয়ে দিয়েছেন হুমা।

তার এই কাণ্ডকারখানা দেখে অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। অন্যদিকে কট্টরপন্থিরা এর বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছেন। অনেকেই কটাক্ষ করে লিখেছেন, মুসলিম নারী হিসেবে 'পাপ' করেছেন হুমা। ইসলাম ধর্মাবলম্বী হয়ে হুমার মদ্যপান কোনোভাবেই মেনে নিতে পারছেন না কট্টরপন্থিরা।

অনেকে আবার প্রশ্ন তুলেছেন, এই পোস্টের মাধ্যমে নিজের অনুরাগী তথা সমাজকে কী বার্তা দিতে চাইছেন তিনি? যদিও এ নিয়ে এখনও পর্যন্ত হুমার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কট্টরপন্থিদের রোষের মুখে পড়তে হয়েছে, অভিনয় ও মডেলিংয়ের জন্য তার পোশাক নির্বাচন নিয়ে।

আরও পড়ুন

×