ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪

লতাকে অপমানের কড়া জবাব

লতাকে অপমানের কড়া জবাব

ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২১ | ০৫:০৯ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২১ | ০৫:৪২

উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। সাত দশক ধরে ৩০ হাজারের বেশি গান গেয়েছেন তিনি। এর স্বীকৃতি স্বরুপ পেয়েছেন ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘ভারতরত্ন’ । সোশ্যাল মিডিয়ায় হামেশাই কটাক্ষের মুখে পড়তে হয় তারকাদের। তবে লতা মঙ্গেশকরের মতো জীবন্ত কিংবদন্তিকেও যদি এই দুর্ভাগ্যজনক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় ভাবা যায়!

'কাবেরী' নামে একজন টুইটারে লিখেছেন, 'লতা মঙ্গেশকরের কণ্ঠ অসাধারণ, একথা ভারতীয়দের মগজ-ধোলাই করে বোঝানো হয়।' এটি নজরে আসে আরেক কন্ঠশিল্পী আদনান সামির। এ দেখে তিনি বেজায় চটেন।

এরপর নেটিজেনদের একহাত নেন সামি। তিনি লেখেন, 'নিজেকে বোকা প্রমাণ করার থেকে চুপ থাকা অনেক ভালো।' একইভাবে কড়া প্রতিক্রিয়া দেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। 

শুধু আদনান সামি, বিবেক অগ্নিহোত্রী নন, লতা মঙ্গেশকরকে এমন অপমানের কড়া জবাব দিয়েছেন নেটিজেনদের অনেকেই। সূত্র: জিনিউজ।


whatsapp follow image

আরও পড়ুন

×