'যাদের কাজে নির্ভরতা নাই তাদের কাছে পারিশ্রমিক বেশি চাই'

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২১ | ০৪:৪০ | আপডেট: ০৩ এপ্রিল ২০২১ | ০৫:০৪
কেবল অনির্ভযোগ্য সিনেমা নির্মাতের বেলাতে পারিশ্রমিক বেশি চান বলে মন্তব্য করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। শুক্রবার সন্ধ্যায় একটি টেলিভিশন চ্যানেলের অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে পারফর্ম শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
মাহিয়া মাহির সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘নবাব এলএলবি’। ছবিটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেন তিনি। এখন অবশ্য বেশ কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত মাহি।
সিনেপাড়ায় কথা রয়েছে মাহিয়া মাহি নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন। এই প্রসঙ্গে মাহি বলেন, ‘পারিশ্রমিক কম বা বেশি- এটা নিয়ে এভাবে কথা বলতে চাই না। আমার ডিরেক্টরেরা, যারা আমাকে সঙ্গে কাজ করেন, তারা বিষয়টি জানেন। আমার কাছে যদি মনে হয় যে সিনেমাটা আমার ক্যারিয়ারে পে করবে, আমার রেমুনারেশন দু'বছর পর আরও বাড়িয়ে দিতে সাহায্য করবে, সেই সিনেমার জন্য কমে কাজ করতে আমার সমস্যা নেই। আমি তাদের কাছেই টাকা বেশি চাই, যাদের আমার মনে হয় নির্ভযোগ্য নয়।’

মাহি সাধারণত বছরে ডজন ডজন সিনেমা করার পক্ষে নয়। বছরে বড় একটা প্রজেক্টে কাজ করার ইচ্ছে তার। তাই বড় বাজেটের বড় প্রজেক্টে তার পারিশ্রমিক বেশি হবে এটাই স্বাভাবিক বলে মনে করেন মাহি। তিনি বলেন, একশ' সিনেমা করার চেয়ে একটি ভালো সিনেমা করার পক্ষে আমি । যারা আমাকে অ্যাফোর্ড করতে পারবে, সেই প্রজেক্টটা নিশ্চয়ই অনেক বড় হবে। তো আমি এভাবেই কাজ করি। আমার দরকার নেই ১০০টা সিনেমায় কাজ করার, দরকার নেই ৫০টা সিনেমায় কাজ করার। আমি বছরে একটি বা দুটি কাজ করব, যারা আমাকে অ্যাফোর্ড করতে পারবে, আমাকে নিয়ে তারাই কাজ করবে।’
- বিষয় :
- মাহিয়া মাহি
- চিত্রনায়িকা