করোনার বিরুদ্ধে লড়াইয়ে মাঠে নামলেন কোহলি-আনুষ্কা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ মে ২০২১ | ০৩:৪২ | আপডেট: ০৭ মে ২০২১ | ০৩:৪৯
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল ভারত। চিকিৎসা থেকে অক্সিজেন সবকিছুরই কমতি দেখা দিচ্ছে। মৃত্যু মিছিল দেখা যাচ্ছে দেশের সর্বত্র। এ অবস্থার মোকাবেলায় দেশটির সবাই নিজ নিজ সাধ্যমতো এগিয়ে আসছেন। তাদের দলে এবার শামিল হলেন বিরাট কোহলি ও আনুষ্কা শর্মা। এই তারকা দম্পতি মিলে ভারতের ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে কোভিড রিলিফের ব্যবস্থা করছেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তায় বিষয়টি জানিয়েছেন তারা।
কয়েকদিন আগেই আইপিএল স্থগিত হওয়ার কারণে বাড়ি ফিরে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক বিরাট কোহলি। তবে বাড়ি ফিরে আসার পর থেকেই দেশে কোভিড আক্রান্তদের পাশে থাকার কাজে লেগে পড়েছেন তিনি। বাড়ি ফিরেই করোনা আক্রান্তদের পাশে দাঁড়ানোর কাজ শুরু করে দিয়েছিলেন বিরাট।
মায়ানগরীতে তিনি যুব সেনার সঙ্গে যোগাযোগ করেন। করোনার বিরুদ্ধে লড়াই করার জন্য তাদের কমিটির সদস্য রাহুল কানালের কাঁধে কাঁধ মিলিয়ে কাজে লেগে পড়েন বিরাট।
এরপর অনুষ্কাকে সঙ্গে নিয়ে ভারতে কোভিড রিলিফের কাজে নেমে পড়লেন। ক্রাউড ফান্ডিংয়ের অর্থ সংগ্রহের জন্য নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও বার্তা দেন তারা।
যেখানে এই সেলিব্রিটি যুগল দেশের করোনা পরিস্থিতির কথা সকলকে জানান। এবং সকলকে এক হয়ে লড়াই করার পরামর্শ দেন। তারা জানান, কোনও অর্থই ক্ষুদ্র নয়, এই সময় সকলকে সকলের পাশে থেকে লড়াই করতে হবে। এবং আমরা এই লড়াই জিতবই।
কেটো মারফত তারা অর্থ সংগ্রহের কথা জানান। তবে এদিন আগেই নিজের সোশ্যাল মিডিয়াতে এই উদ্যোগের কথা জানিয়েছিলেন অনুষ্কা শর্মা। পরে স্বামী স্ত্রী মিলে এই লড়াইয়ের জন্য মাঠে নামেন।
- বিষয় :
- বিরাট কোহলি
- আনুষ্কা শর্মা
- করোনাভাইরাস
- বলিউড
- বিরুষ্কা