ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রিয়াঙ্কার পাশে হলিউড অভিনেতা

করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রিয়াঙ্কার পাশে হলিউড অভিনেতা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২১ | ০৪:৪৬ | আপডেট: ০৭ মে ২০২১ | ০৪:৫৫

করোনার দ্বিতীয় ঢেউয়ে তছনছ ভারত। প্রতিদিন মৃত্যু ও শনাক্তের হার বাড়ছে। এমন সময়ে সাহায্যের হাত বাড়িয়েছেন অসংখ্য তারকা। বলিউড ও হলিউডের অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও রয়েছেন সেই তালিকায়। 

একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে ভারতের জন্য তহবিল সংগ্রহের কাজ করছেন অভিনেত্রী। সেই কারণেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি লিঙ্ক পোস্ট করেছিলেন তিনি। তার মাধ্যমে ভারতকে আর্থিক সাহায্য করতে পারবে গোটা বিশ্বের মানুষ।

এবার তার পাশে এসে দাঁড়িয়েছেন হলিউড অভিনেতা হিউ জ্যাকম্যান।

প্রিয়াঙ্কার সেই ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করে এই হলিউড অভিনেতা ভারতকে সাহায্য করার আহ্বান জানান। অভিনেতা নিজেও তহবিলে অর্থ দান করেছেন।

হলিউড অভিনেতার এই পদক্ষেপের জন্য তাকে ধন্যবাদ জানাতেও ভোলেননি প্রিয়ঙ্কা। হিউ ছাড়াও ড্রিউ ব্যারিমোর, লানা কন্ডোর, কেটি পেরির মতো আন্তর্জাতিক তারকারাও এগিয়ে এসেছেন করোনার বিরুদ্ধে লড়াইতে ভারতকে সাহায্য করতে। সূত্র: বলিউড হাঙ্গামা

আরও পড়ুন

×