নিজের ডিজাইন করা পোশাকই বেশি পরি: আঁখি আলমগীর

আঁখি আলমগীর
এমদাদুল হক মিলটন
প্রকাশ: ২৮ জুন ২০২১ | ১২:০০ | আপডেট: ২৮ জুন ২০২১ | ২২:১০
আঁখি আলমগীর। তারকা কণ্ঠশিল্পী। সম্প্রতি ফ্যাশন ডিজাইনার ও উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করছেন। নতুন গান নিয়েও পরিকল্পনা করছেন। গান ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
কোন ভাবনা থেকে ফ্যাশন ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করলেন?
ছোটবেলা থেকেই ফ্যাশন সচেতন ছিলাম। ফ্যাশন নিয়ে কিছু করার স্বপ্ন ছিল অনেক আগে থেকেই। নতুন এ উদ্যোগের মাধ্যমে তা কিছুটা হলেও পূরণ করতে পেরেছি। আমি রেডিমেড ডিজাইনের পোশাকের চেয়ে নিজের ডিজাইন করা পোশাকই বেশি পরি। সেসব পোশাক দেখে সবাই উৎসাহ দিতেন। যেজন্য কিছু করার সাহস পেয়েছি। আট মাস ধরে প্রস্তুতি শেষে বাজারে এনেছি 'মখমল' নামে একটি ব্র্যান্ড। আপাতত অনলাইনে করছি। ক্রেতাদের বেশ সাড়া পাচ্ছি।
এ প্রয়াসের সঙ্গে আপনার মেয়েরাও কি যুক্ত আছেন-
হ্যাঁ, এ উদ্যোগের শুরু থেকে বড় মেয়ে স্নেহা আমার সঙ্গে ছিল। কোন কাপড়ের কী ডিজাইন হবে, রাত জেগে জেগে মা-মেয়ে পরিকল্পনা করেছি। তখন বুঝেছি, এ বিষয়ে তারও আগ্রহ রয়েছে। শাড়ি পরতে সে খুব পছন্দ করে। এক দিন বলল- 'আম্মু শাড়ির মডেল হিসেবে তুমি আমার সঙ্গে দাঁড়াবে?' আমি সঙ্গে সঙ্গেই রাজি হলাম। বড় মেয়ে মডেল হয়েছে; কিন্তু সবকিছু রেডি করেছে ছোট মেয়ে। বলতে পারেন 'মখমল' আমাদের তিনজনের প্রয়াস। এই উদ্যোগের একটি ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করার পর সবাই বেশ প্রশংসা করেছেন।
মেলোডি-রোমান্টিকসহ অন্যান্য ধাঁচের গানেও নিজেকে তুলে ধরছেন...
একজন শিল্পী বলেই সব ধরনের গান গাইতে চাই। অনেকদিন একটানা মেলো-রোমান্টিক গান করেছি শুধু ভক্তদের ভালো লাগার কথা ভেবেই। পরে অন্যান্য ধাঁচেরও গানও গেয়েছি। নিরীক্ষাধর্মী কাজের জন্য এবং গায়কিতে নিজেকে ভাঙতে নানা ধরনের গান করেছি। সময়ের সঙ্গে চলতে চাই বলেই সবসময় ভিন্নধর্মী গান নিয়ে হাজির হই।
একক গানের পাশাপাশি নিয়মিত প্লেব্যাক করছেন। নতুন কাজের কী খবর?
'আশীর্বাদ' ও 'নীল কোট' নামে দুটি চলচ্চিত্রে সম্প্রতি প্লেব্যাক করেছি। আরও কিছু সিনেমার গানের ব্যাপারে কথাবার্তা চলছে। দেখা যাক কী হয়।
চলচ্চিত্রের সংগীত বা গানে কতটা পরিবর্তন চোখে পড়ছে?
সিনেমাতেও নতুন দিনের হাওয়া বইছে। উন্নত প্রযুক্তির ছোঁয়া নির্মাণে যেমন ভিন্নতা এনেছে, তেমনি অনেক নির্মাতা সিনেমার গল্প বলার ভঙ্গি বদলে দিয়েছেন। যেজন্য সিনেমার গানেরও পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে। সিনেমার গল্প, চরিত্র ও ঘটনার ওপর ভিত্তি করেই প্লেব্যাক করতে হয়। তাই আমাদেরও গায়কি এবং সংগীতের ধারা বদলে নিতে হয়েছে।
'সিঙ্গারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ'-এর নতুন কমিটি হয়েছে। এ সংগঠনের সঙ্গে আপনিও রয়েছেন। শিল্পীদের কল্যাণে কতখানি ভূমিকা রাখবে বলে মনে করছেন ?
কমিটি গঠন করা হয়েছে বেশিদিন হয়নি। এর মধ্যে নতুন কমিটি শিল্পীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ শুরু করেছে। করোনার কারণে শিল্পীদের দুঃসময় চলছে। সবকিছু মাথায় রেখেই ধাপে ধাপে শিল্পীদের স্বার্থরক্ষায় এ সংগঠনটি কাজ করে যাবে বলে আশা করছি।
ঈদ আয়োজন নিয়ে কিছু ভাবছেন?
ঈদের জন্য গত বৃহস্পতিবার 'আইলোরে প্রাণের সুজন' শিরোনামে নতুন গান করেছি। এনামুল কবির সুজনের কথা ও প্লাবনের সুরে লোকধাঁচের এই গানের সংগীতায়োজক কিশোর দাশ। করোনার কারণে বাসা থেকে বের হচ্ছি কম। যেজন্য নতুন গান ইদানীং কম প্রকাশ করছি। এখন গানের পাশাপাশি নিজের ফ্যাশন হাউস নিয়েও ব্যস্ত সময় কাটছে।
- বিষয় :
- আঁখি আলমগীর