কত কোটি রুপির মালিক কার্তিক আরিয়ান?

ছবি: ইনস্টাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০২১ | ০৭:০৭
'পেয়ার কা পঞ্চনামা', 'সোনু কে টিটো কি সুইটি', 'লুকা ছুপি' খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ান। তরুণ প্রজন্মের তারকাদের ভেতর সবচেয়ে বেশি পারিশ্রমিক গোনা অভিনেতা কার্তিক আরিয়ান। ছবিপ্রতি তিনি ২০ কোটি রুপি বা ২৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন।
অনেক সংগ্রামের পর বলিউডের সবচেয়ে বেশি অর্থোপার্জনকারী তরুণ তারকাদের খাতায় নিজের নাম লিখতে সমর্থ হয়েছেন তিনি।
ক্যারিয়ারের শুরুর দিক থেকেই নানা বিতর্কের মুখে পড়েছেন কার্তিক। কখনও বিভিন্ন নায়িকাদের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে, আবার কখনও নাম করা প্রোডাকশন হাউজের ছবি থেকে বাদ পড়ায় বিতর্ক হয়েছে। তবে ওসবে না মাথা ঘামিয়ে তিনি নিজের লক্ষ্যে অবিচল থেকেছেন। তাইতো এই অভিনেতা অল্প বয়সেই কোটি টাকার সম্পত্তির মালিক হয়েছেন।
তবে শুধুই বাঁধভাঙা সাফল্য নয়, কার্তিকের বিষয়-আশয়ও চমকে দেওয়ার জন্য যথেষ্ট। ভারসোভাতে তার নতুন বাড়ির দাম ১.৫ কোটি! নানা রকমের গাড়ি কেনার শখ আছে কার্তিকের। তার কাছে আছে একটি রয়্যাল এনফিল্ড বাইক, বিএমডব্লিউ ৫ সিরিজের গাড়ি এবং একটি মিনি কুপার। সম্প্রতি তিনি ৩ কোটি রুপি দিয়ে একটি ল্যাম্বরগিনি উরুসও কিনেছেন। বর্তমানে কার্তিকের মোট সম্পত্তির পরিমাণ ৩৬ কোটি রুপি।
মধ্যপ্রদেশের গোয়ালিয়র শহরে জন্ম কার্তিকের। তার প্রকৃত নাম কার্তিক তিওয়ারি। অভিনেতার বাবা-মা দু'জনেই চিকিৎসক। তারা চেয়েছিলেন ছেলেও সেই পথে হাঁটুক! অবশ্য কার্তিক বাবা-মায়ের স্বপ্ন পূরণ করতে না পারলেও কার্তিকের একমাত্র বোন চিকিৎসক হয়েছেন। ‘পেয়ার কা পঞ্চনামা’ ছবির মাধ্যমে বলিউডে পরিচিতি পেয়েছিলেন এই অভিনেতা। সম্প্রতি ছবিটির এক দশক পূর্ণ হয়েছে।
'দোস্তানা টু' থেকে বাদ পড়ায় কার্তিকের অনুরাগীরা হতাশ হয়েছিলেন। তবে আবার সুদিনের মুখ দেখতে যাচ্ছেন এই তারকা। দুটো বড় সিনেমা চলে এসেছে তার ঝুলিতে। একটা দুয়ার বন্ধ হয়ে তাঁর সামনে খুলে গেছে দুটো দুয়ার। আবার স্বমহিমায় বলিউডে কাজ শুরু করবেন কার্তিক আরিয়ান। ‘দোস্তানা টু’ থেকে বাদ পড়ার পর কার্তিকের জনপ্রিয়তা দেখে তার বাড়ির সামনে প্রযোজকদের লাইন তৈরি হয়ে গেছে।
তবে কার্তিকের মনে ধরেছে জাতীয় পুরস্কারজয়ী পরিচালক হংসল মেহেতার এক বাণিজ্যিক ছবির গল্প। ছবিটির চিত্রনাট্য নিয়ে একাধিকবার আলাপ–আলোচনা করেছেন তারা। এই ছবিতে কার্তিককে ভারতীয় বিমান বাহিনীর এক কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে। জানা গেছে, ছবিটি নির্মিত হবে সত্য ঘটনা অবলম্বনে।
অন্যদিকে সাজিদ নাদিয়াদওয়ালার এক ছবিতেও দেখা যাবে কার্তিককে। সেটা নিয়েও আলোচনার অগ্রগতি হয়েছে। সাজিদের ছবিটি প্রেমকাহিনিভিত্তিক। তাই এখানে কার্তিককে দেখা যাবে রোমান্টিক চরিত্রে। করোনার কারণে কার্তিকের ‘ভুল ভুলাইয়া টু’ ছবির শুটিং আটকে আছে। এ বছরের নভেম্বরে ছবিটি মুক্তির কথা ছিল। সূত্র: নিউজ-১৮
- বিষয় :
- কার্তিক আরিয়ান
- সম্পত্তি
- বলিউড