পরীমণির মুক্তি চেয়ে সমাবেশ করলেন শিল্পীরা

শাহবাগে 'শিল্পীর পাশে শিল্পী' এই শিরোনামের ব্যানারে সমাবেশে যোন দেন শিল্পী সমাজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২১ আগস্ট ২০২১ | ০৫:৩৮ | আপডেট: ২২ আগস্ট ২০২১ | ০৮:৫৯
এরই মধ্যে পরীমণি ইস্যু নিয়ে দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন। জাতীয় প্রেসক্লাবে হয়েছে পরীমনির পক্ষে মানববন্ধন। সেখানে একাত্মতা প্রকাশ করেন লেখক, কলামিস্ট ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। এবার পরীমণির মুক্তির দাবিতে সমাবেশ করেছেন শিল্পীরা।
শনিবার শাহবাগে বিকেল ৪টার দিকে 'শিল্পীর পাশে শিল্পী' এই শিরোনামের ব্যানারে সমাবেশে যোন দেন শিল্পী সমাজ।
সমাবেশে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক গিয়াসউদ্দিন সেলিম, গাজী মাহাবুব, হাবিবুল ইসলাম হাবিব, নোমান রবিন, দীপু হাজরা,আবু রায়হান জুয়েল, ঝুনা চৌধুরী, আবুল কালাম আজাদ, নায়িকা রাজ রিপা, হারুন প্রমুখ।
- বিষয় :
- পরীমণি
- কারাগারে পরীমণি
- গ্রেপ্তার পরীমণি
- সমাবেশ