অভিনেতা রজতের গাড়ির ধাক্কায় আহত পথচারী আইসিইউতে

রজত বেদী। ছবি-ফাইল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১ | ০৬:০১ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২১ | ০৭:৪০
বলিউড অভিনেতা রজত বেদীর গাড়ির ধাক্কায় আহত হয়েছেন এক পথচারী। আহত ব্যক্তি মুম্বাইয়ের ডিএন নগরের বাসিন্দা।
পুলিশ জানায়, অফিস থেকে বাড়ি ফেরার সময় রজতের গাড়ির সামনে পড়ে আহত হন ওই ব্যক্তি। পরে তাকে কুপার হাসপাতালে ভর্তি করেন রজত। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহত ব্যক্তির পরিবারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছিলেন রজত। কিন্তু তার পরিবারের দাবি, অভিনেতা প্রথম দিনের পর আর হাসপাতালে আসেননি এমনকী কোনও খোঁজ খবর নেননি তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলাও হয়েছে।
ওই ব্যক্তি এখন আইসিইউতে রয়েছেন।
বলিউডে বহু দিন কাজ করেছেন রজত। ‘কই মিল গ্যায়া’, ‘চালবাজ’, ‘ইন্টারন্যাশনাল খিলাড়ি’-র মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। সূত্র: ইন্ডিয়া টুডে
- বিষয় :
- অভিনেতার গাড়ির ধাক্কা
- আহত পথচারী
- আইসিইউ