ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

অবিকল কিয়ারার মতো, অবাক ভক্তরা

অবিকল কিয়ারার মতো, অবাক ভক্তরা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০১:১৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:২২

পরনে সাদা সালোয়ার, দুধে-আলতা রঙা দুপাট্টা, কানের ঝোলা দুল- সবই মিলে যাচ্ছে। বেশ কয়েকবার সে ভিডিও দেখার পরও ভিরমি খেতে পারেন! যেনো অবিকল কিয়ারা আদভানি। সোশ্যাল মিডিয়ায় খোঁজ মিলল এমনই এক তরুণী। 

বিশ্বে এক রকম চেহারার মানুষ চার দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কিন্তু তাদের প্রিয় তারকার মতো দেখতে কারুর খোঁজ পেলে উত্তেজিত হয়ে যান নেটিজেনরা। আপতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ডা. ঐশ্বর্য নামের এই তরুণী। 

সোশ্যাল মিডিয়ায় এই ঐশ্বর্যর ফলোয়ার ৪৩ হাজার, সংখ্যাটা লাফিয়ে বাড়ছে। চলতি সপ্তাহের শুরুতেই ‘শেরশাহ’ ছবিতে কিয়ারার একটি ডায়লগে ইনস্টাগ্রাম রিল ভিডিও তৈরি করেছেন ঐশ্বর্য, তা বিদ্যুত গতিতে ভাইরাল এখন। 


প্রায় সাড়ে চার লক্ষ মানুষ এই ভিডিও দেখেছেন। অনেকেই কমেন্ট বক্সে লিখেছেন, ‘কিয়ারা নিজেও চিনতে ভুল করবেন এই ভিডিও দেখলে’। কেউ আবার লিখেছেন, ‘কিয়ারা আডবানি ২.০’। 

এর আগে ঐশ্বর্য, শাহরুখের মতো তারকাদের একাধিক লুকঅ্যালাইকের খোঁজ মেলে। এবার তালিকায় জুড়ে গেল কিয়ারার নাম। 

whatsapp follow image

আরও পড়ুন

×