ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

নাটক করছেন রাজ্জাকপুত্র সম্রাট

নাটক করছেন রাজ্জাকপুত্র সম্রাট

চিত্রনায়ক খালিদ হোসেন সম্রাট

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০২:২৫ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৩:২৮

নায়করাজ রাজ্জাকপূত্র খালিদ হোসেন সম্রাট। সিনেমার নায়ক তিনি। ১৫টির মতো সিনেমায় নায়ক হিসেবে অভিনয় করছেন। মাঝে মাঝে তাকে নাটকেও অভিনয় করতে দেখা যায়। দেখা যায় নির্দেশনা দিতেও। তবে এখন শুটিংয়ে দেখা যায়না সম্রাটকে। ব্যস্ত রয়েছেন পারিবারিক ব্যবসা নিয়ে। 

শনিবার সমকালকে সম্রাট জানালেন অভিনয়ের বিরতি ভেঙেছেন তিনি। শুরু করেছন অভিনয়। তবে সিনেমার নয়। নতুন একটি ধারাবাহিক নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। নাটকটির নাম ‘হইচই ডটকম’। 

সমকালকে সম্রাট বলেন, এখন তো সিনেমা তেমন হচ্ছে না। তাই নাটকেই অভিনয় নিয়মিত করবো। এ ধারাবাহিকটির বাইরে আরও কিছু নাটকের শুটিং করবো এ মাসেই। 

দীর্ঘদিন পর শুটিংয়ে ফেরায় সবাই শুভ কামনা জানাচ্ছেন বলে জানালেন সম্রাট। বললেন, 'নাটকের শুটিং করছি তবুও সবাই ওয়েলকাম করছেন। নিয়মিত কাজ করার আহ্বান করছেন সবাই। বিষয়টি ভালো লাগছে। আমরাও অভিনয় ছাড়া আর কোনো কাজ শিখিনি। তবুও শোবিজের বর্তমান অবস্থা আগের মতো না হলে বিকল্প পথে হাটতে হয়। তবে আমি স্বপ্ন দেখি অবস্থা একদিন ভালো হবে।'

সম্রাট যে ধারাবাহিকটিতে অভিনয় করছেন সেটা রচনা করেছেন বিদ্যুৎ রায় ও পরিচালনা করছেন তরুণ নির্মাতা সজীব মাহমুদ।

whatsapp follow image

আরও পড়ুন

×