এবার জিৎ আর দেব মুখোমুখি
দেব ও জিৎ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৪:৫৬ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:১২
টালিউডে তারকা জিৎ ও দেব ছবি নিয়ে মুখোমুখি খুব কম হয়েছেন। ছবি মুক্তির বেলায় একটা হিসেব করেই তারা সামনে আসেন। ঈদে জিতের ছবি মুক্তি পেলে দুর্গা পূজায় পায় দেবের ছবি। কিন্তু এবার একইসঙ্গে বড়পর্দায় আসতে চান না তারা।
আসছে দুর্গা পূজায় বক্স অফিসে মুখোমুখি টলিউডের দুই সুপারস্টার। গত ঈদুল আযহায় মুক্তি পাওয়ার কথা ছিল জিতের ছবি ‘বাজি’। কিন্তু করোনা মহামারির কারণে সিনেমা হল বন্ধ থাকায় ছবি রিলিজ করেননি জিৎ। পূজায় মুক্তি পাবে অংশুমান প্রত্যুষ পরিচালিত সেই ছবি। টুইটারে দর্শকদের তার ছবি মুক্তির কথা জিৎই জানান। এর পরই জিৎসহ ছবির পুরো টিমকে শুভেচ্ছা জানিয়েছেন দেব।
এদিকে দুর্গা পূজায় মুক্তি পাওয়ার কথা দেবের ছবি ‘গোলন্দাজ’। নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর জীবনী তুলে ধরা হবে এই ছবিতে। ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই ছবি মুক্তি পাবে ১০ অক্টোবর।
শুধু দেব অভিনীত ছবিই নয়, পূজায় মুক্তি পেতে চলেছে তার প্রযোজনায় ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’। ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল অনেকদিন আগে। কিন্তু করোনা মহামারির কারণে পিছিয়ে যায়।
এর আগে ২০১৯ সালে একসঙ্গে মুক্তি পেয়েছিল দেব-রুক্মিনীর ‘কিডন্যাপ’ এবং জিৎ-কোয়েলের ‘শেষ থেকে শুরু'। পছন্দের অভিনেতা-অভিনেত্রীর ছবি দেখতে সে সময় হলমুখী হয়েছিলেন দেব ও জিতের অনুরাগীরা। এবার পূজায় করোনার আবহে এই দুই সুপারস্টার বাংলা ছবিকে কতটা ব্যবসায়িক সাফল্য এনে দিতে পারেন, তা এখন দেখার অপেক্ষা। সূত্র: হিন্দুস্তান টাইমস
- বিষয় :
- দেব
- জিৎ
- কলকাতার নায়ক
- বিনোদন