ঢাকা মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪

দুর্ঘটনায় আহত দক্ষিণি তারকা সাই

দুর্ঘটনায় আহত দক্ষিণি তারকা সাই

সাই ধরম তেজ

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৫:০০ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ১০:০০

বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দক্ষিণের জনপ্রিয় তারকা সাই ধরম তেজ। শুক্রবার হায়দরাবাদের কেবল ব্রিজ এলাকায় বাইকের নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনায় পড়েন তিনি।

স্থানীয় পুলিশ বলছে, মাত্রাতিরিক্ত গতিতে বাইক চালানোর কারণে দুর্ঘটনাটি ঘটেছে। সাই ধরম তেজকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হায়দরাবাদের দুর্গমচেরুভু সেতুর ওপর দুর্ঘটনায় পড়েন সাই। এ সময় তার হেলমেট উড়ে যায়। ডান চোখ, বুক ও পেটে আঘাত পান তিনি। তাকে আইসিইউতে রাখা হয়েছে। 

সাইয়ের দুর্ঘটনার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান চিরঞ্জীবী, আল্লু অরবিন্দ, পবন কল্যাণসহ দক্ষিণী তারকারা।

হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, শরীরের অনেক স্থানে আঘাত পেলেও অস্ত্রোপচারের প্রয়োজন নেই তার। সাইয়ের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘আপাতত সুস্থ আছেন তারকা। উনি দ্রুত সেরে উঠছেন।' 

সাই ধরম তেজের একাধিক দামি গাড়ি থাকলেও তিনি বাইক চালাতে ভালোবাসেন। প্রায়ই বাইক নিয়ে বেরিয়ে পড়েন রাস্তায়। আগামী ১ অক্টোবর তার অভিনীত ‘রিপাবলিক’ ছবিটি মুক্তি পাবে। সূত্র: এনডিটিভি 

whatsapp follow image

আরও পড়ুন

×