ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

'মুখোশ' দিয়ে কাজে ফিরলেন পরীমণি

'মুখোশ' দিয়ে কাজে ফিরলেন পরীমণি

চিত্রনায়িকা পরীমণি

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৫:১৩ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৯:৫১

চিত্রনায়িকা পরীমণি কাজে ফিরেছেন। শনিবার তরুণ পরিচালক ইফতেখার শুভর ‘মুখোশ’ ছবির মাধ্যমে কাজে ফিরেছেন বলে সমকালকে নিশ্চিত করেন পরীমণি। 

তবে শুটিং নয়, 'মুখোশ' ছবির ডাবিং দিয়ে কাজ শুরু করেছেন তিনি। ছবিটি পরিচালনা করছেন ইফতেখার শুভ। তিনি জানান, রাজধানীর স্টুডিওতে গত মঙ্গল ও বুধবার ডাবিং করেছেন পরীমণি। 

পরীমণি বলেন, 'কাজে ফেরার জন্য মুখিয়ে ছিলাম। কবে ক্যামেরার সামনে ফিরব মাথায় কেবল এই চিন্তাই ছিল। অবশেষে ডাবিং দিয়ে কাজে ফেরা হলো। ভালো লাগছে।' 

পরীমণি আরও বলেন, 'সিনেমার জন্যই দেশের মানুষ আমাকে পরীমণি হিসেবে চিনেছে। তাদের ভালোবাসায় আজকের অবস্থানে আসতে পেরেছি আমি। বিপদে ও সুখে তাদের পাশে পেয়েছি। তাদের ভালোবাসায় আমি মুগ্ধ। তাই ভালোবাসার প্রতিদান চলচ্চিত্রের মাধ্যমে দিতে চাই। নিয়মিত কাজ করে যেতে চাই।'

ভক্ত-শুভাকাঙ্খিরাই নিজের শক্তি, সাহস ও প্রেরণার উৎস বলে জানান মাদক মামলায় সদ্যই কারাগার থেকে মুক্তি পাওয়া পরীমণি। 

২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদানে নির্মিত হচ্ছে ‘মুখোশ’। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করছেন ইফতেখার শুভ। তার লেখা অপ্রকাশিত একটি উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি।

ছবিতে পরীমণির ছাড়াও রয়েছেন মোশাররফ করিম, ইরেশ যাকের, ফারুক আহমেদ, মেহের আফরোজ রাফা, রাশেদ আল মামুন, রঙ্গিলা সাধু প্রমুখ।

এদিকে ‘প্রীতিলতা’ চলচ্চিত্রের অবশিষ্ট অংশের শুটিংয়ের মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ানোর কথা জানিয়েছেন নায়িকা পরীমণি। চলতি মাসের শেষ সপ্তাহে রশীদ পলাশ পরিচালিত ছবিটির শুটিং শুরু করবেন তিনি। 

whatsapp follow image

আরও পড়ুন

×