ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

ক্যাটরিনার সঙ্গে বাগদান

ভিকির কাছে মিষ্টির আবদার করলেন তার বাবা-মা

ভিকির কাছে মিষ্টির আবদার করলেন তার বাবা-মা

ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল । ছবি: ফাইল

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৬:০৭ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ০৮:৪৬

২০১৯ সালে ভিকি ও ক্যাটরিনার সম্পর্ক নিয়ে প্রথম গুজব রটেছিল। দুজনকে মুম্বাইয়ে একত্রে ডিনারে দেখা গিয়েছিল। সেদিনই সবাই মোটামুটি নিশ্চিত হয়ে যায়, তাদের মধ্যে রোমান্টিক সম্পর্ক গড়ে উঠেছে।

সম্প্রতি ফের এ জুটির বাগদান নিয়ে সরগরম হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যম। বছরখানেক ধরে দুই তারকাকে একত্রে এত বেশি দেখা গেছে যে, ভক্তরা মোটামুটি নিশ্চিত হয়েই গেছেন যে চুপিচুপি আংটি বদল করে ফেলেছেন তারা। এত কিছুর পরও নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খুলছেন না এ দুই তারকা। 

তবে ভিকি এ বিষয়ে কিছু না বললেও তার ভাই সানি কৌশল পুরো বিষয়টিকে হেসে উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, তাদের মা-বাবাও ভিকির বাগদানের খবর শুনে মজা করে তাকে মিষ্টি খাওয়াতে বলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকির ভাই সানি কৌশল এমনটাই জানান।

সানি জানান, 'আমার মনে আছে, যখন এই গুঞ্জন শুরু হয় তখন ভিকি জিমে ছিল। যখন ও বাড়ি ফিরল মা-বাবা তার সঙ্গে ঠাট্টা করে বলে, ‘আরে তোমার বাগদানও হয়ে গেছে। এ উপলক্ষ্যে আমাদের মিষ্টি খাওয়াও।

অবশ্য এর উত্তরে ভিকি বলেন, 'বাগদান যেহেতু কাল্পনিক, তাই মিষ্টিটাও কল্পনাতেই খেয়ে নিও'। এর পর হঠাৎ উড়ে আসা এই গুঞ্জন নিয়ে নিজেদের মধ্যে ঠাট্টা-মস্করা করেছিলেন তারা। 

শিগগিরই রোহিত শেঠির ‘সূর্যবংশী’ ছবিটি মুক্তি পাবে। সেখানে ক্যাটরিনার বিপরীতে রয়েছেন অক্ষয় কুমার। অচিরেই সালমান খান ও ইমরান হাশমির সঙ্গে ‘টাইগার থ্রি’ ছবির শুটিংয়ে নামছেন ক্যাটরিনা। এ ছাড়া তাকে দেখা যাবে ইশান খট্টর ও সিদ্ধান্ত চতুর্বেদীর সঙ্গে ‘ফোন ভূত’ ছবিতে। সূত্র: বলিউড হাঙ্গামা 


whatsapp follow image

আরও পড়ুন

×