বাঁচার ইচ্ছেটাই চলে গিয়েছিল দীপিকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১ | ২২:৫২ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২১ | ২২:৫২
শুক্রবার 'কৌন বানেগা ক্রোড়পতি'র গণেশ চতুর্থীর বিশেষ পর্বে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ূকোন ও নির্মাতা ফারাহ খান।
শো চলাকালে অমিতাভ বচ্চনের সঙ্গে নানা বিষয়ে আড্ডা দেন তারা। কথা প্রসঙ্গে এখানে উঠে আসে দীপিকার মানসিক স্বাস্থ্যের কথাও। এর আগেও বিষয়টি নিয়ে কথা বলেছেন দীপিকা। কিন্তু সেগুলো ছিল পত্রিকায়; এবার টিভিতে। দীপিকা বললেন, তার অভিজ্ঞতা যদি একজন মানুষকেও অবসাদের অন্ধকার থেকে আলোয় ফিরিয়ে আনতে পারে, তাহলে তিনি আনন্দ পাবেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে বলেন, 'হঠাৎ করেই মনে হতো, পেটের মধ্যে কেমন একটা হচ্ছে। খালি খালি লাগত। কাজে যেতে ইচ্ছে করত না। কারও সঙ্গে দেখা করতে চাইতাম না। কিছুই ভালো লাগত না। বাঁচার ইচ্ছেটাই যেন চলে গিয়েছিল।
বহুবার নিজের জীবন শেষ করে দিতেও চেয়েছিলাম। কথায় কথায় কাঁদতাম। এরপর মা আমার পরিবর্তনগুলো বুঝতে পারেন। মায়ের কথা শুনেই সাইকিয়াট্রিস্টের সঙ্গে যোগাযোগ করি। তাদের সাহায্য নিয়ে নিজের জীবনযাপনে বেশ কিছু পরিবর্তন আনার পর এখন আমি অনেক ভালো আছি।'
- বিষয় :
- দীপিকা পাড়ুকোন
- বলিউড
- বিনোদন