ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

হাসান জাহাঙ্গীরের বিপরীতে মার্কিন মডেল

হাসান জাহাঙ্গীরের বিপরীতে মার্কিন মডেল

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২১ | ০৪:৪২ | আপডেট: ১৬ অক্টোবর ২০২১ | ০৪:৪২

টিভি নাটকের পরিচিত মুখ হাসান জাহাঙ্গীর। অভিনয়ের পাশাপাশি পরিচালনা নিয়েও ব্যস্ততা তার। দেশের গন্ডি পেরিয়ে দেশের বাইরেও রয়েছে তার দর্শক প্রিয়তা। ব্যক্তিগত ও পেশাগত কিছু কাজ নিয়ে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন তিনি। সেখান বিজ্ঞাপন নির্মাণ নিয়ে ব্যস্ত রয়েছেন।

হাসান জাহাঙ্গীর বলেন, আমেরিকার হাফ ডজনের বেশি বিজ্ঞাপনের শুটিং রয়েছে হাতে। এর মধ্যে বেশ কয়েকটির শুটিং শেষ করেছি। বিজ্ঞাপনগুলো এখনকার চ্যানেলগুলোতে প্রচার হবে। প্রবাসী বাংলাদেশিদের কয়েকটি কোম্পানির বিজ্ঞাপন এগুলো। বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই বিজ্ঞাপনগুলো প্রচার হবে। '

এসব বিজ্ঞাপনের মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, খাদ্যপণ্য, পোশাক ও রিয়েল এস্টেট। বিজ্ঞাপনগুলো পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করছেন হাসান জাহাঙ্গীর। তার বিপরীতে বেশ কয়েকটি বিজ্ঞাপনে মার্কিন মডেলও রয়েছেন।  এর মধ্যে রেস্টুরেন্টের একটি বিজ্ঞাপনে তার বিপরীতে অভিনয় বাংলাদেশর অভিনেত্রী শাহনূর।

আরও পড়ুন

×