ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫

আচমকা গায়িকার মাথায় ঢালা হলো বালতি ভর্তি টাকা

আচমকা গায়িকার মাথায় ঢালা হলো বালতি ভর্তি টাকা

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১ | ০৫:০৪ | আপডেট: ১৯ নভেম্বর ২০২১ | ০৫:০৭

নিজেই হারমোনিয়াম বাজিয়ে গান পরিবেশন করছিলেন গুজরাটি গায়িকা উর্বশী রাড্ডিয়া। আচমকা পেছন থেকে একজন বালতিভর্তি টাকা তার মাথায় ঢেলে দেন। এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগ প্রকাশের পর রাতিমতো ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, হারমোনিয়াম বাজিয়ে গান গাইছেন উর্বশী। আর এক ভক্ত বালতিতে করে টাকা তার মাথায় ঢেলে দিচ্ছেন। শুধু তাই নয়, আবার তাকে কয়েকজন টাকাও ছুড়ে দিচ্ছেন। বিষয়টিতে ভীষণ অবাক হন এই শিল্পী। এমন ঘটনায় গান গাওয়া থামাননি তিনি।  

ফোক গানে গানে মুগ্ধকরে ভক্তদের কাছ থেকে টাকা পাওয়ার বিষয়টি উর্বশীর কাছে নতুন নয়। উর্বশীকে নিয়ে এমন ভিডিও প্রায় দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জানা গেছে অনুষ্ঠান শেষে এই টাকা গুছিয়ে পরবর্তী সময়ে সেটি কোনো দুস্থ মেয়ের বিয়েতে দান করেন।

আরও পড়ুন

×