নতুন ছবিতে রোশান, বিপরীতে প্রিয়মণি

জিয়াউল রোশান
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১ | ০১:২১ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ | ০১:০৩
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হলেন চিত্রনায়ক জিয়াউল রোশান। ৩০ নভেম্বর আরটিভির নিজস্ব কার্যালয়ে এ সিনেমাটির চুক্তিবদ্ধ তিনি। ছবিটির নাম এখনও চূড়ান্ত হয়নি। এতে রোশানের নায়িকা হিসেবে থাকছেন নতুন নায়িকা প্রিয়মণি।
বুধবার এক মেইল বার্তায় নতুন এই ছবিতে নায়ক নায়িকার চুক্তিবদ্ধ হওয়ার খবর জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া।
মেইল বার্তায় জানানো হয়, সিনেমাটি নির্মাণ করবেন যৌথভাবে মাসুদ মহিউদ্দীন ও মাহামুদ হাসান শিকাদার। এর সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন ফজলুল হক আকাশ।
ছবিটিকে চুক্তিবদ্ধ হওয়ার পর রোশান বলেন, এই নিয়ে আমি বেঙ্গল মাল্টিমিডিয়ার তিন নম্বর ছবিতে করতে যাচ্ছি। পর পর আমাকে সিনেমায় নেওয়ার জন্য প্রযোজনা প্রতিষ্ঠানটির কাছে কৃতজ্ঞ আমি। আশা করি নতুন ছবিটিও দারুণ কিছু হবে।
এদিকে একজন সাধারণ নারীর অসাধারণ হয়ে ওঠার গল্প নিয়ে নির্মাণ হওয়ায় ছবিটি করতে বাড়তি উৎসাহ পাচ্ছেন বলে জানিয়েছেন প্রিয়মণি।
নায়ক নায়িকা চূড়ান্ত হওয়ার পর ছবিটর গল্পে সামান্য আসায় ছবিটির নামেও পরিবর্তন আসছে। তাই নাম এখনই চূড়ান্ত করা হয়নি। তবে শিগগিরই শুভ মহরত আয়োজন করে ছবিটির নাম ও অন্যান্য আর্টিস্টদের নাম চূড়ান্ত করা হবে।
- বিষয় :
- নতুন ছবি
- জিয়াউল রোশান
- বিনোদন