ঢাকা শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

বন্ধু হয়েও কিয়ারাকে বিয়েতে দাওয়াত দেননি ভিকি

বন্ধু হয়েও কিয়ারাকে বিয়েতে দাওয়াত দেননি ভিকি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১ | ০৪:৪৫ | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২১ | ১১:২৪

ক্যাটরিনা ও ভিকি কৌশলের বিয়ের আয়োজন রাজকীয়ভাবেই হচ্ছে। এখন সে আয়োজন নিয়েই চর্চা হচ্ছে বলিউড পাড়ায়। 

রাজকীয় এই বিয়ের আয়োজনে কে দাওয়াত পেলেন, কে পেলেন না- তা নিয়ে চলছে কানাঘুষা। যদিও প্রকাশ্যে কেউ কিছু বলছেন না।

তবে কথা বলেছেন, বর ভিকির সহকর্মী কিয়ারা আদভানি। ভিকি-ক্যাটরিনার বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্ন করা হয় কিয়ারাকে। এই প্রসঙ্গ এড়িয়ে যাননি নায়িকা। ‘শেরশাহ’ গার্লের  উত্তর- ওদের বিয়ে হচ্ছে, এ বিষয়ে শুনেছি। কিন্তু আমাকে দাওয়াত করেনি।

ব্যস, এটুকু বলেই থেমে যান কিয়ারা। বেশি কিছুই বলেননি। ২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন ভিকি ও কিয়ারা। বন্ধুত্বের সূত্রপাত সেখান থেকেই।

তবে কিয়ারা অস্বীকার করলেও বলিউডে গুঞ্জন, ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে থাকছেন তিনি। নিমন্ত্রিত হয়েছেন তার প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রাও। অনুষ্ঠানে ‘শেরশাহ’ ছবির গানের সঙ্গে নাকি নাচ করবেন তারা।

এদিকে, শনিবার আইনিভাবে বিয়ে সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা। খুব শিগগির রাজস্থানের এক বিলাসবহুল প্রাসাদে ধুমধাম করে হবে বিয়ের অনুষ্ঠান। সেখানেই অতিথি হিসেবে উপস্থিত থাকবে বলিউডের একাংশ।

whatsapp follow image

আরও পড়ুন

×