ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

জায়েদ খানকে বয়কট করল চলচ্চিত্রের ১৮ সংগঠন

জায়েদ খানকে বয়কট করল চলচ্চিত্রের ১৮ সংগঠন

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ মার্চ ২০২২ | ০৭:১১ | আপডেট: ০৫ মার্চ ২০২২ | ১০:০৪

চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠন জায়েদ খানকে বয়কট করেছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের আহ্বায়ক ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৮ সংগঠনের বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি ও চলচ্চিত্র সংগঠন একাত্বতা পোষণ করেন। সভায় আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মতশত বার্ষিকীর সমাপনী অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়। 

এছাড়া বিজ্ঞাপ্তিতে জানানো হয়, আজ শনিবার থেকে ১৮ সংগঠনে জায়েদ খানকে আনুষ্ঠানিক বয়কট করা হলো। অর্থাৎ আজ থেকে ১৮ সংগঠনের কোনো সদস্য জায়েদ খানের সঙ্গে কোনো কার্যক্রম অংশগ্রহণ করবেন না।



আরও পড়ুন

×