যৌন নিপীড়ন ও পারিবারিক সহিংসতার শিকার অর্ধেক নারী বিশ্বাস করেন না যে পুলিশ তাদের এই বিষয়ে অভিযোগ নিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করে। সম্প্রতি এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের দাতব্য সংস্থা ভিকটিম সাপোর্ট সম্প্রতি এ গবেষণা করেছে। খবর বিবিসির।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া ৫৪ শতাংশ নারী বিশ্বাস করেন না যে পুলিশ তাদের পারিবারিক সহিংসতার অভিযোগ সঠিকভাবে তদন্ত করে।

সামগ্রিকভাবে গত দুই বছরে এসব নির্যাতনের শিকার হওয়া প্রতি ১০ নারীর মধ্যে ৪ জনই বলেছেন, মামলার তদন্তে পুলিশের ভূমিকা নিয়ে তারা হতাশ।

ব্রিটিশ ইন্টারনেটভিত্তিক মার্কেট রিসার্চ ও ডাটা অ্যানালিটিকস ফার্ম ইউগভের গবেষকরা গত জানুয়ারির শেষের দিকে যুক্তরাজ্যের ১২ হাজার ৫০০ জনের বেশি প্রাপ্তবয়স্ককে নিয়ে একটি জরিপ চালিয়েছেন। এই প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেক নারী।