- ফ্যাশন
- পর্দা নামলো লাক্স ফেস্টিভ সিজন এক্সিবিশনের
পর্দা নামলো লাক্স ফেস্টিভ সিজন এক্সিবিশনের

রাজধানীর গুলশানে অনুষ্ঠিত হয়ে গেলো, 'লাক্স প্রি ঈদ শপিং কার্নিভ্যাল -২০২২' পাওয়ার্ড বাই সেলেসটিয়া ইন্টারন্যাশনাল। গত ২৮ ও ২৯ এপ্রিল হয়েছে, লাক্স ফেস্টিভ সিজন এক্সিবিশনের তৃতীয় সিজন।
এলিগেন্ট মেকওভার এবং ফ্যাশন প্রেজেন্টসের এই আয়োজনে অংশ নেয়, এক্সক্লুসিভ ডিজাইনার বুটিক এবং লাইফস্টাইল ব্র্যান্ড। সেলেস্তিয়া ইন্টারন্যাশনালের দুই দিনের এই প্রদর্শনীতে ছিলো, ফ্যাশন সচেতন মানুষদের ভিড়।
প্রতিদিন সাতশ থেকে এক হাজার দর্শনার্থীর প্রবেশের ব্যবস্থা করে আয়োজকরা। প্রদর্শনীটিতে আগত অতিথিদের জন্য আয়োজনের প্রতি পর্বে ছিলো চমক। উৎসবের দ্বিতীয়দিন শুক্রবার অনুষ্ঠানে প্রধান অতিথি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ মেহের আফরোজ চুমকি ও আন্তর্জাতিক মেকআপ আর্টিস্ট সামিনা সারা। পুরো আয়োজনটির আয়োজক ছিলেন পার্সা ফাতেমা ইসমাইল, মোস্তফা নবী এবং সহযোগী অংশীদাররা হলেন পিউরিটি দ্য হিজাব স্টোরের নুসরাত চৌধুরী এবং সিম্পলি সাবিরার সাবিরা ইকবাল। কো-স্পন্সর ফামা কালেকশনস বিডি। আয়োজনে হেলথ পার্টনার হিসেবে ল্যাবএইড হাসপাতাল এবং ছিলো মন্নো সিরামিকস।
এ প্রদর্শনীর আয়োজক পারসা ফাতেমা ইসমাইল এবং মোস্তফা নবী। সহযোগী ‘পিউরিটি দ্য হিজাব স্টোর’ এর নুসরাত চৌধুরী এবং ‘সিম্পলি সাবিরা’র সাবিরা ইকবাল। আয়োজনে ৬৫ টির ও বেশি লাইফস্টাইল এবং ফ্যাশন স্টোর তাদের পণ্য নিয়ে এসেছিলো। যেখানে ছিলো ঈদের বিশেষ কালেকশন।
মন্তব্য করুন