দুর্গাপূজা মানেই নতুন পোশাক, জমিয়ে আড্ডা আর খাওয়াদাওয়া। উৎসবের এই দিনগুলিতে সবাই সাজছেন নানা সাজে।  তবে কোন দিন কী পোশাক পরবেন তা নিয়ে অনেকেই দ্বন্দ্বে থাকেন। সেক্ষেত্রে কিছু টিপস অনুসরণ করতে পারেন-

 শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী আজ। অষ্টমীর এই দিনে আটপৌরে করে ঢাকাই শাড়ি, তাঁত বা জামদানি পরতে পারেন। রাতে হ্যাণ্ডলুক,সিল্ক পরতে পারেন। এছাড়া লেহেঙ্গা, আনারকলি, চুড়িদারও রাখতে পারেন পোশাকের তালিকায়। ছেলেরা অঞ্জলি দেওয়ার সময় পায়জামা-পাঞ্জাবি পরতে পারেন। আর রাতের পোশাকে রাখতে পারেন জিন্সের সঙ্গে পাঞ্জাবি বা শেরওয়ানি।

নবমীর দিন ইন্দো-ওয়েস্টার্ন পরতে পারেন। এছাড়া আনারকলি, ফুলহাতা ব্লাউজের সাথে ম্যাচ করে শাড়ি, লং গাউনও পরতে পারেন। ছেলেরা চাইলে জিন্স-টি শার্ট রাখতে পারেন পোশাকের তালিকায়। এছাড়া সলিড পাঞ্জবি কিংবা ইন্দো-ওয়েস্টার্ন ড্রেসও পরতে পারেন।

দশমী মানেই লাল পাড় সাদা শাড়ি। তাঁত কিংবা জামদানি, তসর অথবা বেনারসি সব শাড়িই আটপৌড়ে করে পরে চুলে খোপা করতে পারেন। ছেলেরা দশমীতে ধুতির সাথে কাজ করা পাঞ্জাবি বা তসরের পাঞ্জাবি পরতে পারেন।