তিন বন্ধু সিয়াম আহমেদ, ফাহিম আদনান ও মেহেদী জামান সনেট। এদের মধ্যে সিয়াম এখন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক। বন্ধুত্বের সম্পর্কটা সচল রাখতে এই তিন বন্ধু মিলে করোনার আগে গার্মেন্টস ব্যবসা শুরু করেছিলেন । প্রতিষ্ঠানের নাম দিয়েছিলেন ‘হোলাগো’। এত দিন সেটা ছিল অনলাইন কেন্দ্রিক, এবার সেই উদ্যোগ রূপ নিল আউটলেটে।

শুক্রবার রাজধানীর গুলশান-১ পুলিশ প্লাজায় হোলাগোর প্রথম এই শো-রুমটি উদ্বোধন  করা হয়। তিন বন্ধুর বাবা-মা ফিতা কেটে উদ্বোধন করেন এটি।

এ সময় সিয়াম আহমেদ বলেন, “এটা যতটা না ফ্যাশন ব্রান্ড, তার থেকে বেশি এটা আমাদের বন্ধুত্বের উদাহরণ। ২০২০ সাল থেকে অনলাইন মাধ্যমে শুরু হয়। অনলাইনে আমরা এতটা সাড়া পেয়েছি, যেটা বলার মতো না। সেই জায়গা থেকে আজ আমাদের বাবা-মায়ের হাতে শোরুমটি উদ্বোধন করা হলো। এটাই আমাদের কাছে বড় পাওয়া। আশা করি, আপনারা ‘হোলাগো’র সঙ্গে থাকবেন।”

সিয়ামের আরেক বন্ধু আদনান জানালেন, ‘আমরা মূলত পুরুষদের ফ্যাশন নিয়ে কাজ করে যাচ্ছি। নান্দনিক ডিজাইনে তরুণদের ট্রেন্ডি পোশাকের জন্য অনলাইনে ব্যাপক সাড়া পাই আমরা। ফলশ্রুতিতে এবার আউটলেট নিয়ে যাত্রা।’