
আসছে ঈদ উপলক্ষে অন্যান্য বারের মতো এবারও ফ্যাশন হাউসগুলো সেজে উঠেছে নতুন পোশাকে। এবারের ঈদে ছেলেদের পোশাকেও রয়েছে ফ্যাশনের বৈচিত্র্য। ঈদ সামনে রেখে ছেলেদের জন্য রুচিসম্পন্ন পোশাক নিয়ে এসেছে ফ্যাশন হাউস ‘ফিওনা’। প্রতিষ্ঠানটির সিইও কামরুল হাসান বলেন, যে ফ্যাশন হাউসগুলো একই সঙ্গে গুণগত ও মানগত দিক ঠিক রেখে পোশাক নিয়ে আসে তাদের মধ্যে অন্যতম ‘ফিওনা’। এবারও আমরা এই ধারাবাহিকতা বজায় রেখেছি। ঈদকে কেন্দ্র করে আমাদের জেন্টস কর্নার সেজে উঠেছে নতুন পোশাকে।
তিনি জানান, ‘ঈদে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি। আমরা নিয়ে এসেছি নজরকাড়া সব পাঞ্জাবি। এবার ঈদের সময় যেহেতু গরম থাকছে, সে কারণে পাঞ্জাবি তৈরিতে আরামদায়ক সুতি কাপড় বেছে নিয়েছি। ডিজাইনের ক্ষেত্রে আমরা শুধু উৎসবকেই গুরুত্ব দিইনি। পাঞ্জাবি আড্ডার পোশাকও হয়ে উঠতে পারে। সে কারণে জাঁকজমক, বাহারি ডিজাইন এড়িয়ে চলেছি। হাতে ও কলারের ডিজাইনের কম্বিনেশন রাখা হয়েছে।
কামরুল হাসান বলেন, ‘আমাদের পাঞ্জাবিগুলোর বিশেষত্ব হচ্ছে এর বোতাম। বোতামগুলো খুবই রুচিসম্পন্ন, দামি ও পছন্দসই। ফিওনার তার পাঞ্জাবির রঙের ক্ষেত্রেও এই মৌসুমটা মাথায় রেখেছে। এখন যেহেতু গরমকাল, তাই এই সিজনে যেসব রং আরামদায়ক ও ব্যক্তিত্ব ফুটিয়ে তোলে, ওই রংগুলোই ব্যবহার করা হয়েছে।’ কামরুল হাসান আরও জানান, গুণ ও মান বজায় রাখার পরও ক্রেতাদের সুবিধার্থে সাশ্রয়ী দাম নির্ধারণ করা হয়েছে পাঞ্জাবিগুলোর। ফিওনার পাঞ্জাবির দাম শুরু হয়েছে ১ হাজার ৪০০ টাকা থেকে। এ ছাড়া ঈদ উপলক্ষে ফিওনার শোরুমে রয়েছে শার্ট, পোলো, টি-শার্ট। এগুলোর দামও ক্রেতাদের কথা ভেবে রাখা হয়েছে সাধ্যের মধ্যে।
ঈদ উপলক্ষে এবার পোশাকের পসরা জমিয়ে সাজিয়েছে ‘রঙ বাংলাদেশ’। প্রতিষ্ঠানটির কর্ণধার সৌমিক দাস জানান, রঙ বাংলাদেশ পোশাকে থিমভিত্তিক কাজ করে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আমাদের এবারের থিম হচ্ছে পাখির রং। কেননা পাখি হচ্ছে প্রকৃতির সবচেয়ে সুন্দরতম একটি অংশ।
তাই এবার আমাদের নারী-পুরুষ উভয়ের পোশাকেই ফুটিয়ে তোলা হয়েছে পাখির রং। মোটিফ ও ডিজাইনেও রয়েছে এর ছোঁয়া। ঈদে ছেলেদের প্রথম পছন্দ পাঞ্জাবি। এবার আমরা পাঞ্জাবিতে নতুনত্ব আনার চেষ্টা করেছি। এখন জাঁকজমক পোশাকের বদলে ঝুঁকেছে ছিমছাম, পরিপাটি ক্যাজুয়াল ফ্যাশনে। তাই জাঁকজমক সাজের পাঞ্জাবির পাশাপাশি সূক্ষ্ম ও অল্প কাজযুক্ত ছিমছাম পরিপাটি ডিজাইনের ক্যাজুয়াল পাঞ্জাবি আনা হয়েছে। ঈদের নামাজে তরুণরা পাঞ্জাবিতে নিজেকে মেলে ধরলেও ঘোরাফেরার ক্ষেত্রে স্বাচ্ছন্দ্যটাই বেশি চায়। ওই সময়গুলোর জন্য তারা বেছে নেয় শার্ট, পোলো কিংবা টি-শার্ট। এই দিকটাও মাথায় রেখেছে ‘রঙ বাংলাদেশ’।
এ প্রসঙ্গে সৌমিক দাস বলেন, এবার রঙ বাংলাদেশের শার্ট, পোলো, টি-শার্টের কালেকশনও বেশ সমৃদ্ধ। শার্টের ক্ষেত্রে বোতাম ও কলারে রয়েছে সূক্ষ্ম কারুকাজ। এসব ছিমছাম ও পরিপাটি শার্ট, টি-শার্ট, পোলোর ক্ষেত্রেও রং ও আবহে প্রাধান্য পেয়েছে পাখির রং।
চলছে গরমকাল। কাপড়ের ক্ষেত্রে ক্রেতাদের স্বস্তির বিষয়টি মাথায় রাখা হয়েছে। পোশাক তৈরিতে ভারী কাপড় বর্জন করে বেছে নেওয়া হয়েছে বিভিন্ন ধরনের সুতি কাপড়। কেননা ক্রেতারা ফ্যাশনের পাশাপাশি পোশাকের ক্ষেত্রে আরামের কথাটাও মাথায় রাখে তারা। ওই জায়গা থেকে বিভিন্ন ধরনের সুতি কাপড়ে এবার বোনা হয়েছে ঈদের পোশাক। v মডেল: স্মরণ, নাহিদ ও ইলিয়াস; ছবি: ফিওনা
মন্তব্য করুন