মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৩
দ্বিতীয় পর্বের জন্য চূড়ান্ত ১৫ সুন্দরী

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১১ আগu ২০২৩ | ১৪:১৪ | আপডেট: ১১ আগu ২০২৩ | ১৪:১৮
প্রথমবারের মত বাংলাদেশে শুরু হয়েছে নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘কে ড্রব মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ-২০২৩’। বুধবার (৯ আগস্ট) প্রাথমিক বাছাই শেষ হয়েছে। দ্বিতীয় পর্বের জন্য ১৮-২৮ বছর বয়সী ১০০ জন প্রতিযোগী থেকে সেরা ১৫ জনকে চূড়ান্ত করা হয়েছে।
বাংলাদেশের বিজয়ীর অংশ নেবেন জাপানের টোকিওতে ৬১তম এ প্রতিযোগিতার চূরান্ত আসরে।
‘মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশ ২০২৩’ এর প্রতিযোগিতার প্রথম পর্বের আসরের প্রধান বিচারক ছিলেন জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস, মডেল অন্তু করিম, ‘মিস ওয়ার্ল্ড’ খ্যাত রাফাহ নানজীবা তোরসা, সংবাদ পাঠিকা মুমতাহিনা হাসনাত রিতু, মেকআপ ট্রেনাইরা সাহিদা আহসান, ডিজাইনার সিলভি মাহমুদ, ইফতেখারুল ইসলাম, কোরিওগ্রাফার ফারুক প্রমুখ।
এ আয়োজনের ন্যাশনাল ডিরেক্টর মালা খন্দকার জানান, বাংলাদেশে বিকিনি রাউন্ড নিয়ে মেয়ে ও তাদের পরিবারের আপত্তি থাকে। মিস ইন্টারন্যাশনাল (ন্যাশনাল ডিরেক্টর) টিমের সঙ্গে কথা বলেছি তারা যেন আমাদের জন্য বিকিনি রাউন্ড না করে বরং স্পোর্টস পোশাকের ব্যবস্থা করেন। পরে আমাদের প্রস্তাবে তারা রাজি হয়েছে। এবার তারা বিকিনি রাউন্ডই তুলে দিয়েছেন। এটা আমাদের জন্য ভাল।
এবার জাপানের টোকিওতে চুড়ান্ত প্রতিযোগিতায় যাওয়ার আগে প্রায় তিন মাস মাসব্যাপী নির্বাচিত প্রতিযোগীকে গ্রুমিং করানো হবে। এটি বিশ্বের সেরা চার বিউটি প্যাজেন্টের মধ্যে একটি।
আয়োজনটির ডিরেক্টর হিসেবে আছেন ড. তাওহীদা রহমান ইরিন, খালিদ মাহমুদ সাদ এবং খালীদ মাহমুদ হাসান।