ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

যুক্তি তর্কের আসর

যুক্তি তর্কের আসর

দারুণ জমে উঠেছিল বিতর্ক প্রতিযোগিতা- ছবি :সংগ্রহ

নোমান বিন হারুন

প্রকাশ: ০৫ জুন ২০২২ | ১২:০০ | আপডেট: ০৬ জুন ২০২২ | ০০:৪৩

বিতর্ক যেন এক শিল্প। যুক্তির আলোয় সৃজনশীলতা আর বিশ্নেষণী শক্তির সমন্বয়ে এ শিল্পের বহিঃপ্রকাশ ঘটে ক্ষুরধার বাচনভঙ্গিতে। বিতর্ক হচ্ছে যুক্তি-তর্কের মাধ্যমে নিজের মতামত প্রতিষ্ঠা করা। একটি নির্ধারিত বিষয়ে পক্ষে-বিপক্ষে নিজের যুক্তি উপস্থাপনের মাধ্যমে নিজের বক্তব্যকে প্রতিষ্ঠিত করাই বিতর্কের মূল উদ্দেশ্য। বিতর্ক হচ্ছে যুক্তি-তর্কের খেলাশিল্পকে যেমন

দেশ-কালের গণ্ডিতে সীমাবদ্ধ করে রাখা যায় না, তেমনি বিতর্কের চর্চা চলছে বিশ্বজুড়ে। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়েছে বিতর্কের জয়গান। দেশের বিতর্ক অঙ্গনের সুপরিচিত নাম জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেট অর্গানাইজেশন (জেইউডিও)। যুক্তিচর্চার এই প্ল্যাটফর্মের জুড়ি মেলা ভার। সম্প্রতি সংগঠনটি আয়োজন করেছে MJF-JUDO Eminence ২০২২ শীর্ষক আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতা। Break The Blas স্লোগানকে ধারণ করে বিশ্ব নারী দিবস উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের ১০টি দেশের ৩৬টি বিতর্ক দল অংশ নেয়।

এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় ছিল 'নেতৃত্বে নারী :কভিড-১৯ বিশ্বে সমান ভবিষ্যৎ অর্জন'। প্রতিযোগিতার পুরোটা জুড়ে ছিল দেশ-বিদেশের বিতার্কিকদের নিয়ে নানা আয়োজন। প্রথম অংশে অনুষ্ঠিত হয় ১৬তম জাতীয় পাবলিক স্পিকিং প্রতিযোগিতা। এখানে প্রথম স্থান অধিকার করেন রাতুল হাসান (জাবি), দ্বিতীয় তাসফিয়া আফরিন ফারিয়া (জাবি) এবং তৃতীয় ওয়াসি চৌধুরী (আইইউবি)। দ্বিতীয় অংশে তৃতীয় আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি রাউন্ড এবং সেমিফাইনালের সব বিতর্ক অনলাইন প্ল্যাটফর্ম ডিস্কর্ড এবং জুমে অনুষ্ঠিত হয়।

সেমিফাইনাল থেকে ওপেন ক্যাটাগরিতে চারটি দল ফাইনালে ওঠার গৌরব অর্জন করে। তারা হলো আইবিএ (ঢাবি), এনএসইউ ১, সাউথ আফ্রিকার দল ডিসি রেইকারনেটেড সিই এবং ডিসি রেইনকারনেটেড এসি। নভিস ক্যাটাগরিতে ফাইনালে ওঠা চারটি দল বিউপি বি, সিএমসিডিসি, আইবিএ ঢাবি সি, ইউআইইউ ডিসি। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ওপেন ক্যাটাগরিতে আইবিএ (ঢাবি) এবং নভিস ক্যাটাগরিতে বিউপি বি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুটি ক্যাটাগরিতে যথাক্রমে জাফির ওয়াফি এবং রেমন্ড সেরা বক্তা নির্বাচিত হন। প্রতিযোগিতা শেষে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ ও ৪৯তম আবর্তনের নবীনবরণ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, জেইউডিও ২০২০ সালে প্রথমবারের মতো জেইউডিও এমিনেন্স-প্রি ইউএডিসি ২০২০ শীর্ষক আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করে। এরই ধারাবাহিকতায় এবার তৃতীয় বারের মতো আয়োজিত হলো জেইউডিও এমিনেন্স ২০২২।

আরও পড়ুন

×