ঢাকা রবিবার, ২০ জুলাই ২০২৫

বলিউড

নুসরাতের লড়াই

নুসরাতের লড়াই

নুসরাত ভারুচা

উপমা পারভীন

প্রকাশ: ০৮ জুন ২০২২ | ১২:০০

'পেয়ার কা পাঞ্চনামা' ও 'সোনু কি টিটু কি সুইটি' ছবিতে খলনায়িকার ভূমিকায় অভিনয় করে নজর কাড়েন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। যদিও তাঁর শুরুটা হয়েছিল ২০০৬ সালে 'জয় সন্তসি মা' সিনেমার মাধ্যমে। এরপর দিবাকর বন্দ্যোপাধ্যায়ের 'লাভ সেক্স অউর ধোঁকা' ছবিতে অভিনয় করেন। শুরুটা যেভাবেই হোক না কেন, নুসরাত খলনায়িকার চরিত্রে অভিনয় করলেও নায়িকা হিসেবেও তিনি সফল হয়েছেন। একের পর এক সিনেমায় অভিনয়ের মাধ্যমে প্রশংসিত হয়েছেন। প্রশংসিত হয়েছে তাঁর পর্দা উপস্থিতি, অভিনয় এবং ফ্যাশন সেন্স। এখন বলিউডের ছবিতে নুসরাত থাকা মানেই নতুন ফ্যাশনের ইঙ্গিত। আর সাহসী পোজেও নুসরাতের ক্ষেত্রে তা কখনোই ব্যতিক্রম হয় না। তিনি বলিউডে নিজের আলাদা একটা জায়গা করে নিয়েছেন। বলা যায়, বলিউডে নুসরাত এখন এমন এক তারকা, যাঁর লুক থেকে শুরু করে অভিনয় সবই দর্শকদের নজরে থাকে। সিনেমার পর্দায় যেমন তিনি উষ্ণতা ছড়িয়ে ঝড় তোলেন, ঠিক ততটাই তোলেন রিয়েল লাইফের ছবিতেও। যার কারণে একাধিকবার পোশাক বিতর্কে উঠে এসেছে নুসরাতের নাম। ভারতীয় এক গণমাধ্যমে নুসরাত ভারুচা বলেছিলেন, তাঁর ফ্যাশন ও স্টাইল খুব সাধারণ। আলাদা করে বলার কিছু নেই। যা তিনি ক্যারি করতে পারেন, তা-ই তিনি পরে থাকেন। এ তো গেল নুসরাতের ফ্যাশনের কথা। এবার আসা যাক সিনেমার কথায়। আগামীকাল মুক্তি পাচ্ছে নুসরাত অভিনীত নতুন সিনেমা 'জনহিত মে জারি'। এই ছবিতে সাহসী এক চরিত্রে অভিনয় করেছেন তিনি। রাজ শান্দিল্যের এই সিনেমায় তাঁকে দেখা যাবে জন্মবিরতিকরণ সামগ্রী বিক্রি করতে। ছবির গল্পে দেখা যাবে ভারতের ছোট এক শহরে বসবাস করেন তিনি। তিনি শিক্ষিত। বড় শহরে চাকরির খোঁজে আসেন। এরপর পুরুষদের জন্য জন্মবিরতিকরণ সামগ্রী তৈরির একটি কারখানায় সেলসের কাজ পান। কিন্তু তাঁর এই কাজ কিছুতেই মানতে রাজি নন পরিবার কিংবা শ্বশুরবাড়ির লোকজন, যা নিয়ে ঘটে নানা ঘটনা। সব মিলিয়ে হাসির মোড়কে সমাজের কাছে একটি বার্তা পৌঁছে দিতে চলেছে এই সিনেমা। ট্রেলারের শেষে নায়িকার গলায়ও শোনা যায় সেই কথা। ভারতে বেআইনি গর্ভপাত রুখতে জন্মবিরতিকরণ সামগ্রী বিলাসিতা নয়, বরং মূল প্রয়োজন হিসেবে তুলে ধরার বার্তাই দেয় এই সিনেমার গল্প। ছবিতে অভিনয় নিয়ে এক সাক্ষাৎকারে নুসরাত বলেন, 'যখন কোনো চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পাই, তখন সিনেমাটি কী ঘরানার, তা নিয়ে চিন্তা করি না। বরং চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং এবং কীভাবে তা ফুটিয়ে তুলতে পারব, তা নিয়ে ভাবতে থাকি।'
নুসরাতের পাশাপাশি এই সিনেমায় আরও অভিনয় করেছেন অনুদ সিং, তিননু আনন্দ, বিজয় রাজ ও পরিতোষ ত্রিপাঠি।
সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির ২ মিনিট ৫৫ সেকেন্ডের ট্রেলার, যা মুক্তির পর খুব একটা ভালো প্রতিক্রিয়া পাননি নুসরাত। ট্রেলারে তাঁর চরিত্র নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তাতে দমে যাননি নুসরাত। কিছুদিন আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে এই অভিনেত্রী বলেন, 'কিছুদিন আগে ইনস্টাগ্রামে আমার আগামী ছবির দুটি পোস্টার শেয়ার করেছিলাম। যেখানে আমি একজন নারী হয়ে পুরুষদের জন্মবিরতিকরণ সামগ্রী বিক্রি করছিলাম। কিন্তু মানুষ তা অন্যভাবে নিয়েছে। সবাই এমনিতে নিজেদের প্রোফাইলে ভালো ভালো মন্তব্যগুলো শেয়ার করেন। কিন্তু তাঁর সঙ্গে এমন এমন ঘটনা ঘটছে যে, তিনি সবচেয়ে খারাপ মন্তব্যগুলোই সামনে আনার সিদ্ধান্ত নিয়েছেন। নুসরাতের ভাষ্যে, 'মানুষের এই চিন্তাধারাটাই বদলাতে হবে। কোনো ব্যাপার না। আপনারা আঙুল তুলুন, আমি গলা তুলব।'

আরও পড়ুন

×