ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

'ফিঙ্গারস্টাইল গিটারিস্ট' রানা

'ফিঙ্গারস্টাইল গিটারিস্ট' রানা

স্টুডিওতে সংগীত চর্চায় মেহেদী হাসান রানা

--

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ২৯ জুলাই ২০২২ | ২৩:৫৮

দীর্ঘসময় কাজ করছেন মার্কেটিং, ব্র্যান্ডিং নিয়ে। ক্যারিয়ারের পাশাপাশি নিজেকে তুলে ধরছেন 'ফিঙ্গারস্টাইল গিটারিস্ট' হিসেবে। শেখাচ্ছেন হাজারো তরুণকে। রানার পথচলার গল্প শুনে লিখেছেন কৌশিক শুভ্র

পুরো নাম মেহেদী হাসান রানা। শৈশব, বেড়ে ওঠা মফস্বলে। গ্রামের বাড়ি সাতক্ষীরা হলেও বাবা সরকারি চাকরিজীবী হওয়ার সুবাদে শৈশবের সময়টা কেটেছে পিরোজপুরে। ছোটবেলা থেকেই গানের প্রতি আগ্রহের পাশাপাশি তিন গোয়েন্দার সঙ্গেই যেন জুড়ে আছে কৈশোরের প্রতিটি মুহূর্ত।

স্কুলজীবন শেষ করে চলে আসেন ঢাকায়। উচ্চ মাধ্যমিকে ভর্তি হন ঢাকা কলেজে। এরপর পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বইয়ের প্রতি ভালো লাগা থেকে ২০১২ সালে যোগ দেন দেশের বৃহত্তম বইকেন্দ্রিক ই-কমার্স 'রকমারি'তে। শুরুটা সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনা হলেও ধাপে ধাপে কাজ করে বর্তমানে রানার পরিচয় 'রকমারি ডটকম'-এর হেড অব ব্র্যান্ড, কাস্টমার সাপোর্ট এবং টেলিসেলস। ক্যারিয়ার, ব্যক্তিজীবন নিয়ে ব্যস্ততা বাড়লেও ভুলে যাননি গানকে। পথচলা শুরু করলেন 'ফিঙ্গারস্টাইল গিটারিস্ট' পরিচয়ে।

ইতোমধ্যে তাঁর করা বিভিন্ন গানের কাভার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা পেয়েছে। চেষ্টা করছেন এই ঘরানাকে ভালোভাবে তুলে ধরতে। শুধু নিজের শেখাতেই সীমাবদ্ধ নয়, শেখাচ্ছেন আগ্রহী সবাইকেই। তারই অংশ হিসেবে খুলেছেন ইউটিউব চ্যানেল 'ওপেন কোডস', যেখানে গিটারের বিভিন্ন লেসন, কোর্সের পাশাপাশি বিভিন্ন গানের ইন্সট্রুমেন্টাল, কাভার আপলোড করছেন তিনি। ২২ হাজারের বেশি মানুষ যুক্ত আছেন এই চ্যানেলে। ফেসবুক পেজে যুক্ত আছেন প্রায় ৭০ হাজার মানুষ।

জানালেন, প্রতিটি মানুষই তাঁর অর্জনের অংশীদার। সব কয়টি ভিডিও ইতোমধ্যে ছড়িয়েছে লাখো শ্রোতার কাছে। ঘরে বসে অন্যদের শেখানোর সংখ্যাটাও বৃদ্ধি পাচ্ছে দিন দিন।

রানা বলেন, 'অনেকের পক্ষেই সম্ভব হয় না গিটার শিখতে টিচারের কাছে যাওয়া। আর নিজে নিজে শিখতে গিয়ে যেসব সমস্যায় পড়েছি, এর মধ্যে অন্যতম হলো ইউটিউবে বা অনলাইনে ফ্রিতে স্ট্রাকচার্ড কোনো কোর্স নেই। সেখান থেকেই চেয়েছিলাম আমার মতো যাঁরা নিজে শিখতে চান, তাঁদের হেল্প করার জন্য স্ট্রাকচার্ড লেসন দিতে।' লেসনের পাশাপাশি বিখ্যাত সব গানের সহজ লেসনও আছে রানার চ্যানেলে।

রানার মতে, ইচ্ছে থাকলেই সম্ভব সামনে এগোনো। প্রতিনিয়ত নিজেকে নতুনভাবে আবিস্কার করছেন এই জগতে। এই পথচলার অর্জন সম্পর্কে তিনি বলেন, 'আমি যেভাবে নিজেকে এগিয়েছি, সেটা যদি আরেকজনের কাজে লাগে, তাহলে অন্তত একটা সম্ভাবনা তৈরি হবে ফিউচার মাস্টার গিটারিস্টের। এখন পর্যন্ত শতাধিক শিক্ষার্থী দেখা করে লেসন নিয়েছেন, নিচ্ছেন। এতেই আমি শান্তি খুঁজে পাই।'

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রানা জানান, চাকরির পাশাপাশি গিটারের মাধ্যমে নিজেকে তুলে ধরতে চান ভিন্নভাবে। শুধু বাংলাদেশেই নয়, এই উপমহাদেশেও ফিঙ্গারস্টাইল গিটারিস্টের সংখ্যা কম। ভালো কিছু করার প্রত্যয় নিয়েই সাজিয়েছেন আগামীর পরিকল্পনা, যেখানে গানের পাশাপাশি আরও আছে বয়স ৪০ বছর পেরুলে গ্রামে গিয়ে কৃষিকাজে নিজেকে যুক্ত করা।

আরও পড়ুন

×