ঢাকা শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫

ঘড়িতে মহাবিশ্বের গতিবিধি

ঘড়িতে মহাবিশ্বের গতিবিধি

তানভীর তানিম

প্রকাশ: ২৯ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ৩০ জুলাই ২০২২ | ০০:০৪

হরোলজি বা ঘড়ি নির্মাণবিদ্যার গভীর ও চিত্তাকর্ষক জগতে মনে রাখার মতো অনেক কিছু আছে। এর জটিল ভান্ডারটি অবাক করার মতোই সমৃদ্ধ। আজ আপনি এমন বিশেষ কিছুর সঙ্গে পরিচিত হবেন, যা আপনার মুগ্ধতা অন্য মাত্রায় পৌঁছে দেবে। এটি ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের তৈরি বিশেষ ঘড়ি- 'মিডনাইট প্ন্যানেটেরিয়াম'।

ঘড়িটি সূক্ষ্ণ শৈল্পিকতা ও যান্ত্রিকতার একটি মার্জিত প্যাটার্ন অনুসরণ করে। এ টাইমপিসটি ক্ষুদ্র সৌরমণ্ডলের অনুকরণে ডিজাইন করা হয়েছে, যা ডায়ালের চারপাশে নিখুঁতভাবে ঘোরে। আপনি যদি ঘড়িটি ২৯ বছর ধরে ব্যবহার করেন, তাহলে দেখতে পাবেন- শনি ডায়ালের চারপাশ দিয়ে তার কক্ষপথ সম্পন্ন করছে। এই হরোলজিক্যাল মাস্টারপিসটি সম্পূর্ণভাবে বোঝার জন্য এর ডিজাইন এবং মেকানিকসের আরও গভীরে অনুসন্ধান করা প্রয়োজন।

সৌরজগতের নেপথ্যে : টাইমপিসটি ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলসের এক কাব্যিক জটিল সংগ্রহের অংশ। তাদের সংগ্রহে আরও অনেক যান্ত্রিক অ্যানিমেশনের হাতঘড়ি রয়েছে। মিডনাইট প্ন্যানেটেরিয়াম ঘড়িটি মূলত গতানুগতিক ধারার ঘড়ি নির্মাণের একঘেয়েমি ভাঙার জন্য ডিজাইন করা হয়েছে। এর পোয়েটিক কমপ্নিকেশন সিরিজ জ্যোতির্বিদ্যার রোমাঞ্চকর রহস্যের সঙ্গে ঘড়ি তৈরির ধৈর্যশীল শিল্প একত্র, যা সত্যিকারের এক অনন্য মাস্টারপিস তৈরি করে।

এটি এখন পর্যন্ত কোম্পানিটির সবচেয়ে জটিল টাইমপিস। এর একটি কাস্টম প্ন্যানেটেরিয়াম মডিউল ক্রিশ্চিয়ান ভ্যান ডার ক্লাউ অ্যাস্ট্রোনমিক্যাল ঘড়ি দ্বারা তৈরি করা হয়েছে। এই অংশটি শেষ করতেই আড়াই বছর লেগেছে। সবচেয়ে কঠিন অংশ ছিল কক্ষপথ মার্জিত করে সহজে পরিচালনা করা। টাইমপিসটি দুটি পুশার দিয়ে ডিজাইন করা হয়; যা বছর, মাস ও দিন নিয়ন্ত্রণ করে।

 ডিজাইন : ঘড়ি সাধারণত সময় বলার জন্য ডিজাইন করা হয়, তাই না! কিন্তু মিডনাইট সোলার সিস্টেম ওয়াচ এই জাগতিক কাজটিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। কয়েক বছর আগে, ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলস একটি ডে-নাইট ঘড়ি তৈরি করেছিল। যেখানে সূর্য এবং চাঁদ ২৪ ঘণ্টা ডায়ালের ওপর পর্যায়ক্রমে ঘুরে বেড়ায়। এই টাইমপিস নিঃসন্দেহে উদ্ভাবনী ছিল; কিন্তু দর্শনীয় ছিল না। তারপর কোম্পানিটি নক্ষত্রমণ্ডল ঘড়ি ডিজাইন করার সিদ্ধান্ত নেয়। যেখানে প্যারিসের সুন্দর আকাশ থেকে একটি কব্জি-আকারের আকাশের মানচিত্র দেখা যায়। এই টাইমপিসটি অবশ্যই তুলনামূলকভাবে আকর্ষণীয় ছিল। এর পরপরই তারা মিডনাইট প্ন্যানেটেরিয়াম প্রকাশ করে। এটি আমাদের বিশাল সৌরজগতের লোভনীয় প্রতিরূপ দিয়ে ডিজাইন করা একটি টাইমপিস; যা পৃথিবী থেকে খালি চোখে দৃশ্যমান ছয়টি গ্রহ নিয়ে গঠিত। এদের প্রত্যেকেই সূর্যের চারপাশে রিয়েল-টাইমে তার কক্ষপথ অনুসরণ করছে। মাত্র ৮৮ দিনে বুধ তার কক্ষপথ শেষ করবে। শনি একটি একক কক্ষপথ সম্পূর্ণ করতে ২৯ বছর ধরে অধ্যবসায়ের সঙ্গে ডায়ালের চারপাশে ঘুরবে। এমনকি আপনি একটি 'সৌভাগ্যবান দিন' সেট করতে পারবেন। সে সময় পৃথিবী বছরে একবার নীলকান্তমণির মুখের ওপর খোদাই করা তারার সঙ্গে সারিবদ্ধ হবে। একই সঙ্গে টাইমপিসটি একটি গোলাপি শুটিং স্টার দ্বারা ডিজাইন করা হয়েছে; যা বাইরের কক্ষপথে ঘুরে বেড়ায় এবং দিনের ২৪ ঘণ্টা নির্দেশ করে। এ ছাড়া একটি ধূমকেতু দিনের ব্যবহারিক সময় নির্দেশ করে।

যদিও টাইমপিস ভূতত্ত্বের ইঙ্গিত বহন করে, তবে এটি তার অস্তিত্বের সঙ্গে দৃঢ় অবস্থায় থাকে। এখানে বৃহস্পতির জন্য নীল এগেট, আমাদের হোম গ্রহ পৃথিবীর জন্য ফিরোজা। এ ছাড়া শুক্রের জন্য ক্লোরোমেলানাইট, শনির জন্য সুজিলাইট এবং সবশেষ মঙ্গলের জন্য লাল জ্যাস্পার রং নির্দেশ করে।
প্ন্যানেটেরিয়ামের প্রোডাক্ট পেজে কোনো মূল্য ট্যাগ পাওয়া যাবে না। কারণ, এই মাস্টারপিসটি একটি সীমিত সংস্করণ। প্রতি বছর মাত্র বিশ থেকে ত্রিশটি ঘড়ি উৎপাদিত হয়। তবে আশার কথা হলো- এটি অত্যন্ত বিরল পণ্যও নয়। মিডনাইট প্ন্যানেটেরিয়াম ঘড়ি আপনাকে কেবল বিশ্ব নয়, সমগ্র মহাবিশ্বকে সর্বদা আপনার সঙ্গে বহন করার সুযোগ দেবে। মহাবিশ্বের বিস্ময় ও প্রযুক্তিগত অগ্রসরতাকে একীভূত করে ভ্যান ক্লিফ অ্যান্ড আর্পেলস সত্যিই এক হরোলজিক্যাল মাস্টারপিস অর্জন করেছে। 

আরও পড়ুন

×