রূপশৈলী
ব্ল্যাকহেডসকে বিদায়
আসমাউল হুসনা
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:০০
নাকের খাঁজে, কপালে কিংবা মুখ ও শরীরের বিভিন্ন অংশের কালো দাগ তথা ব্ল্যাকহেডস ত্বকের সৌন্দর্য ম্লান করে দেয়। কিছু ঘরোয়া উপায় মেনে চললে এ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। লিখেছেন আসমাউল হুসনা
ব্ল্যাকহেডস কী এবং কেন হয়?
শোভন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা বলেন, ব্ল্যাকহেডস মূলত এক ধরনের ব্রণ। আমাদের ত্বকের পোরসগুলো সবসময়ই খোলা অবস্থায় থাকে। তাই খুব সহজেই ধুলাবালি জমে যায়; যা পরবর্তী সময়ে বাতাসের সংস্পর্শে এসে অক্সিডায়েস হয়ে কালো বর্ণ ধারণ করে। কখনও কখনও শরীরে হরমোন পরিবর্তন এবং অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কারণেও ব্ল্যাকহেডস হয়ে থাকে।
অনেকেই পার্লারে ফেসিয়ালের মাধ্যমে ব্ল্যাকহেডস দূর করেন। কিন্তু সবার ক্ষেত্রে রুটিনমাফিক পার্লারে যাওয়ার সময়-সুযোগ হয়ে ওঠে না। ফলে ত্বকে প্রতিদিনের মৃত কোষ, ধুলাবালি ও তেল জমে ব্ল্যাকহেডসের পরিমাণ বেড়ে যায়। আবার মাসে এক দিন ফেসিয়ালের মাধ্যমে প্রতিদিনের ব্ল্যাকহেডস দূর করতে ত্বকে বাড়তি চাপ পড়ে। অথচ ঘরোয়া কিছু যত্ন নিলেই ব্ল্যাকহেডস দূর করা যায়। সেই সঙ্গে পাওয়া যায় সুন্দর ও মসৃণ ত্বক।
ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায়
-ধুলাবালি জমে তৈরি হওয়া ব্ল্যাকহেডস দূর করতে স্টিম অনেকটা কার্যকরী। স্টিম নিতে একটি গামলায় ধোঁয়া ওঠা গরম পানি রেখে ভাপ নিন। তবে খেয়াল রাখতে হবে পানি থেকে মুখের দূরত্ব যেন কমপক্ষে এক হাত হয়।
-ত্বক ব্ল্যাকহেডস মুক্ত রাখতে ব্যবহার করুন লেবু ও মধু। লেবুর সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ঘষে নিন। আধা ঘণ্টা রাখুন, এরপর মুখ ধুয়ে ফেলুন। এতে করে লেবু ব্ল্যাকহেডস দূর করবে আর মধু ত্বককে ময়েশ্চারাইজ করবে।
-টুকরো টুকরো করে আলু কেটে নিন। এরপর এগুলো আপেল সিডার ভিনিগারে ভিজিয়ে মিক্সিতে ব্লেন্ড করে আইস করে নিন। মুখ ভালো করে ধুয়ে আইস কিউবগুলো দিনে তিনবার করে এক সপ্তাহ টানা মুখে ঘষে ব্যবহার করুন।
হডাল বাটার সঙ্গে চালের গুঁড়া ও পানি মিশিয়ে মুখে ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটি ব্ল্যাকহেডস দূর করে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে।
-ব্ল্যাকহেডস দূর করতে ব্যবহার করুন দারুচিনি। মধুর সঙ্গে দারুচিনি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। রাতে ত্বকে লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন। এটি কমাবে ব্ল্যাকহেডসের ফিরে আসা।
-পাকা টমেটো নিয়ে মুখে ঘষুন। ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে ১৫ মিনিট ঘষে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।
-হলুদ গুঁড়ার সঙ্গে পুদিনা পাতার রস মিশিয়ে ব্ল্যাকহেডসের ওপর লাগিয়ে অপেক্ষা করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।
-নাকের ডগার ব্ল্যাকহেডস দূর করতে ডিমের সাদা অংশ নাকে লাগিয়ে টিস্যু পেপার দিয়ে জড়িয়ে নিন। শুকিয়ে গেলে মাস্কের মতো করে টান দিন। এতে করে ব্ল্যাকহেডস উঠে যাবে।
-ব্রণ স্টিক দিয়ে ব্ল্যাকহেডসের ওপর চাপ দিন। এতে করে ত্বকে শক্ত হয়ে এঁটে থাকা ব্ল্যাকহেডস উঠে আসবে।
-টি ট্রি ওয়েল ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বককে সুস্থ রাখে। আক্রান্ত স্থানে টি ট্রি এসেনশিয়াল ওয়েল ব্যবহারে কার্যকরী উপকার পাবেন।
-ত্বকের যত্নে অ্যালোভেরা অত্যন্ত উপকারী। তাজা অ্যালোভেরার মাঝখান থেকে কেটে রস বের করে ব্ল্যাকহেডসের ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহার করলে দূর হবে ব্ল্যাকহেডসের সমস্যা। সেই সঙ্গে পাবেন উজ্জ্বল ত্বক।
-ত্বকের জন্য উপকারী আরও একটি উপাদান গোলাপজল। এক চা চামচ চালের গুঁড়ার সঙ্গে দুই চা চামচ গোলাপজল ও এক চা চামচ লেবুর রস মিছিয়ে স্ট্ক্রাব করুন। কয়েক মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ত্বকের সুস্থতায়
ত্বকের তেল নিঃসরণ কমিয়ে দেয় এমন প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকুন। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের ধরন অনুযায়ী যে কোনো একটি টিপস কমপক্ষে ৭-১০ দিন অনুসরণ করুন। া
ব্ল্যাকহেডস কী এবং কেন হয়?
শোভন মেকওভারের রূপ বিশেষজ্ঞ শোভন সাহা বলেন, ব্ল্যাকহেডস মূলত এক ধরনের ব্রণ। আমাদের ত্বকের পোরসগুলো সবসময়ই খোলা অবস্থায় থাকে। তাই খুব সহজেই ধুলাবালি জমে যায়; যা পরবর্তী সময়ে বাতাসের সংস্পর্শে এসে অক্সিডায়েস হয়ে কালো বর্ণ ধারণ করে। কখনও কখনও শরীরে হরমোন পরিবর্তন এবং অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কারণেও ব্ল্যাকহেডস হয়ে থাকে।
অনেকেই পার্লারে ফেসিয়ালের মাধ্যমে ব্ল্যাকহেডস দূর করেন। কিন্তু সবার ক্ষেত্রে রুটিনমাফিক পার্লারে যাওয়ার সময়-সুযোগ হয়ে ওঠে না। ফলে ত্বকে প্রতিদিনের মৃত কোষ, ধুলাবালি ও তেল জমে ব্ল্যাকহেডসের পরিমাণ বেড়ে যায়। আবার মাসে এক দিন ফেসিয়ালের মাধ্যমে প্রতিদিনের ব্ল্যাকহেডস দূর করতে ত্বকে বাড়তি চাপ পড়ে। অথচ ঘরোয়া কিছু যত্ন নিলেই ব্ল্যাকহেডস দূর করা যায়। সেই সঙ্গে পাওয়া যায় সুন্দর ও মসৃণ ত্বক।
ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায়
-ধুলাবালি জমে তৈরি হওয়া ব্ল্যাকহেডস দূর করতে স্টিম অনেকটা কার্যকরী। স্টিম নিতে একটি গামলায় ধোঁয়া ওঠা গরম পানি রেখে ভাপ নিন। তবে খেয়াল রাখতে হবে পানি থেকে মুখের দূরত্ব যেন কমপক্ষে এক হাত হয়।
-ত্বক ব্ল্যাকহেডস মুক্ত রাখতে ব্যবহার করুন লেবু ও মধু। লেবুর সঙ্গে মধু মিশিয়ে ত্বকে ঘষে নিন। আধা ঘণ্টা রাখুন, এরপর মুখ ধুয়ে ফেলুন। এতে করে লেবু ব্ল্যাকহেডস দূর করবে আর মধু ত্বককে ময়েশ্চারাইজ করবে।
-টুকরো টুকরো করে আলু কেটে নিন। এরপর এগুলো আপেল সিডার ভিনিগারে ভিজিয়ে মিক্সিতে ব্লেন্ড করে আইস করে নিন। মুখ ভালো করে ধুয়ে আইস কিউবগুলো দিনে তিনবার করে এক সপ্তাহ টানা মুখে ঘষে ব্যবহার করুন।
হডাল বাটার সঙ্গে চালের গুঁড়া ও পানি মিশিয়ে মুখে ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করে ধুয়ে ফেলুন। এটি ব্ল্যাকহেডস দূর করে ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে।
-ব্ল্যাকহেডস দূর করতে ব্যবহার করুন দারুচিনি। মধুর সঙ্গে দারুচিনি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। রাতে ত্বকে লাগিয়ে সকালে ধুয়ে ফেলুন। এটি কমাবে ব্ল্যাকহেডসের ফিরে আসা।
-পাকা টমেটো নিয়ে মুখে ঘষুন। ব্ল্যাকহেডস আক্রান্ত স্থানে ১৫ মিনিট ঘষে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে নিন।
-হলুদ গুঁড়ার সঙ্গে পুদিনা পাতার রস মিশিয়ে ব্ল্যাকহেডসের ওপর লাগিয়ে অপেক্ষা করুন। কিছুক্ষণ পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন।
-নাকের ডগার ব্ল্যাকহেডস দূর করতে ডিমের সাদা অংশ নাকে লাগিয়ে টিস্যু পেপার দিয়ে জড়িয়ে নিন। শুকিয়ে গেলে মাস্কের মতো করে টান দিন। এতে করে ব্ল্যাকহেডস উঠে যাবে।
-ব্রণ স্টিক দিয়ে ব্ল্যাকহেডসের ওপর চাপ দিন। এতে করে ত্বকে শক্ত হয়ে এঁটে থাকা ব্ল্যাকহেডস উঠে আসবে।
-টি ট্রি ওয়েল ব্যাকটেরিয়া ধ্বংস করে ত্বককে সুস্থ রাখে। আক্রান্ত স্থানে টি ট্রি এসেনশিয়াল ওয়েল ব্যবহারে কার্যকরী উপকার পাবেন।
-ত্বকের যত্নে অ্যালোভেরা অত্যন্ত উপকারী। তাজা অ্যালোভেরার মাঝখান থেকে কেটে রস বের করে ব্ল্যাকহেডসের ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। নিয়মিত এটি ব্যবহার করলে দূর হবে ব্ল্যাকহেডসের সমস্যা। সেই সঙ্গে পাবেন উজ্জ্বল ত্বক।
-ত্বকের জন্য উপকারী আরও একটি উপাদান গোলাপজল। এক চা চামচ চালের গুঁড়ার সঙ্গে দুই চা চামচ গোলাপজল ও এক চা চামচ লেবুর রস মিছিয়ে স্ট্ক্রাব করুন। কয়েক মিনিট পর হালকা গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
ত্বকের সুস্থতায়
ত্বকের তেল নিঃসরণ কমিয়ে দেয় এমন প্রসাধনী ব্যবহার করা থেকে বিরত থাকুন। নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের ধরন অনুযায়ী যে কোনো একটি টিপস কমপক্ষে ৭-১০ দিন অনুসরণ করুন। া
- বিষয় :
- রূপশৈলী
- ব্ল্যাকহেডস