কেনাকাটা
বন্ধুর জন্য উপহার
আজহার মাহমুদ
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:০০
ভালোবাসা, সহানুভূতি, সঙ্গ পাওয়ার আরেক নাম বন্ধু। বন্ধু মানে একে অন্যের সুখে খুশিতে আত্মহারা হয়ে যাওয়া, বন্ধু মানে একে অন্যের দুঃখে পাশে দাঁড়ানো। বন্ধুদের সঙ্গে মন খুলে কথা বলা যায়, হেসে গড়াগড়ি খাওয়া যায় এবং চূড়ান্ত পাগলামি করা যায়। হৃদয়ের কাছের সেই বন্ধুদের এই বন্ধু দিবসে কী উপহার দেবেন ভেবেছেন কি?
বই
বন্ধু যদি বই পড়তে ভালোবাসে তাহলে তার জন্য বই-ই সেরা উপহার। বন্ধুর হাতে তুলে দিন আপনার পছন্দের একটি বই কিংবা তার পছন্দের লেখকের বই। সে যদি কবিতা, গল্প কিংবা উপন্যাস পড়তে পছন্দ করে তাহলে তার হাতে এ ধরনের বই তুলে দিন। সে যদি থ্রিলার কিংবা ভৌতিক কাহিনির বই পড়তে পছন্দ করে তাহলে সে ধরনের বই দিন। বই উপহার দিয়ে মনের কথা, বন্ধুত্বের বন্ধনের গুরুত্ব বোঝানো যায়।
সুগন্ধি মোম
বন্ধুকে যদি অন্যরকম কিছু উপহার দিতে চান তাহলে বেছে নিতে পারেন সুগন্ধি মোম। আড়ংসহ বিভিন্ন ব্র্যান্ডের দোকানে এই ধরনের মোম পাওয়া যায়। অনেক অনলাইন পেজ থেকেও কেনা যাবে সেসব মোম।
গাছ
বন্ধু কী পছন্দ করে তার উপহার ঠিক তাই হওয়া উচিত। সে যদি গাছপ্রেমী হয়ে থাকে তাহলে তাকে স্নেকপ্লান্ট, ব্লু ডেইজি, এলোকেশিয়াসহ অন্যান্য গাছ উপহার দিতে পারেন।
হাতে লেখা চিঠি
এই ডিজিটাল যুগে যেখানে ভাইবার, ইমো, ফেসবুকের জয়জয়কার সেখানে আপনার হাতে লেখা একটি চিঠি হতে পারে আপনার ব্যতিক্রমধর্মী চিন্তার পরিচায়ক। সেই সঙ্গে এমন উপহার দিয়ে আপনার প্রিয় বন্ধুকেও চমকে দিতে পারবেন খুব সহজে। রঙিন কাগজে নিজের মনের কিছু কথা লিখে বন্ধুকে উপহার দিলে সে খুশি হবে।
ইমোজি কুশন
বন্ধুকে ইমোজি কুশন উপহার দিতে পারেন। হোয়াটসঅ্যাপে চ্যাটের সময় তারা যে ইমোজিটি কথায় কথায় ব্যবহার করে, সেই ইমোজি দেওয়া কুশন তো অবশ্যই রাখবেন, তার পাশাপাশি আরও নানা দুষ্টুমিতে ভরা ইমোজির কুশন দিতে পারেন।
ফ্রেন্ডশিপ ব্যান্ড
বর্তমান সময়ে বন্ধুত্বের প্রতীক হিসেবে ফ্রেন্ডশিপ ব্যান্ড খুবই জনপ্রিয়। দেশের যে কোনো গিফট শপে কম দামেই পেয়ে যাবেন আকর্ষণীয় ফ্রেন্ডশিপ ব্যান্ড। তা ছাড়া অভিজাত শপিংমলগুলোয় পাবেন হরেক রকমের দামি এবং চমৎকার দেশি-বিদেশি ফ্রেন্ডশিপ ব্যান্ড।
ফটো কোলাজ ও ফ্রেম
বন্ধুকে পুরোনো স্মৃতিবিজড়িত বিভিন্ন ছবি দিয়ে বাঁধানো ফটোফ্রেম উপহার দিতে পারেন। যদি আপনাদের একসঙ্গে অনেক স্মরণীয় মুহূর্ত থাকে তাহলে ফটো অ্যালবামও দিতে পারেন। প্রতিটা ছবির নিচে কোনো মেসেজ বা কোন মুহূর্তে সেই ছবিটা তোলা সেটাও লিখে দিতে পারেন। এই স্পেশাল উপহার পেয়ে আপনার বন্ধু খুব খুশি হবে।
কফি মগ
আপনার বন্ধুর যদি চা-কফি খাওয়ার নেশা থাকে তাহলে তাকে দিতে পারেন কফি মগ। সেই মগের ওপরে আপনাদের তোলা ভালো ছবি ও তার সঙ্গে ইমোশনাল মেসেজ প্রিন্ট করিয়ে দিন।
গ্রিটিংস কার্ড
যতই যাই বলুন, বন্ধুর জন্য একটি গ্রিটিংস কার্ডের অনুভূতি অন্যরকম। আপনি যদি নিজে আঁকতে পারেন তাহলে নিজ হাতেই বানিয়ে ফেলুন একটি কার্ড। তাতে থাকুক বন্ধুর প্রতি আপনার বার্তা। কার্ড বানাতে না পারলে কিনেও উপহার দিতে পারেন। া
- বিষয় :
- উপহার