ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪

অন্দর

ঘর সাজুক তাজা ফুলে

ঘর সাজুক তাজা ফুলে

রাফিয়া আহমেদ

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ আগস্ট ২০২২ | ০২:২৭

স্টিভ মারবোলি বলেছিলেন, বাড়ির সৌন্দর্য ধরে রাখতে প্রত্যেক মানুষের উচিত তাঁর বাড়িতে ফুলগাছ লাগানো। অনেকেই বারান্দা ও ছাদে ফুলের গাছ লাগান। অনেকে আবার কেনা ফুল দিয়ে ঘর সাজান। যেভাবেই হোক না কেন, কোনো এক আটপৌরে দিনকেও রঙিন করে তুলতে পারেন ঘরে তাজা ফুলের ব্যবহারের মাধ্যমে। পেতে পারেন ফুলের সুবাস। তাজা ফুল আপনার ঘরের শোভা বাড়িয়ে ঘরকে প্রাণবন্ত করে তুলবে।

সারাদিনের সব ব্যস্ততার পর ঘরে ফিরে প্রশান্তি পেতে বসার ঘরের সেন্টার টেবিলের মাঝে কিংবা সোফার পাশের ক্যাবিনেটের ওপর রাখতে পারেন একগুচ্ছ রজনীগন্ধা। ঘরকে স্নিগ্ধ ও সুবাসিত করে তুলতে শোবার ঘরেও রাখতে পারেন রজনীগন্ধা কিংবা গোলাপ।


বসার ঘর, শোবার ঘর ছাড়াও রান্নাঘর, খাবারের ঘর, এমনকি স্নানঘরেও রাখতে পারেন প্রিয় ফুল। সন্তানের ঘরকে সুরভিত রাখতেও ঘরে ফুল রাখতে পারেন। কাঠগোলাপ, চন্দ্রমল্লিকা, বাগানবিলাস, দোলনচাঁপাসহ যে কোনো পছন্দের ফুল দিয়ে সাজিয়ে ফেলুন ঘর। যে কোনো সাপ্তাহিক ছুটির দিনে ফুল দিয়ে ঘর সাজাতে পারেন। কাচ, মাটি কিংবা সিরামিকের টবে ফুল রাখতে পারেন। তবে ফুল কিছুদিন তাজা রাখতে কিছু টিপস মেনে চলতে হবে।

ফুলদানির আকারের তুলনায় ফুলের পরিমাণ যদি বেশি হয়, ফুল খুব দ্রুত নষ্ট হয়ে যাবে। সুতরাং আপনাকে অবশ্যই ফুলের পরিমাণ বুঝে ফুলদানি পছন্দ করতে হবে। তা ছাড়া ফুলদানির আকার বুঝে ফুল পরিমাণে একটু কম করে রাখলে ফুল ভালো থাকবে। সরাসরি ফ্যানের নিচে ফুল না রেখে এমন জায়গায় রাখতে হবে, যেখানে বাতাস কম লাগে। নয়তো দ্রুত ফুল নিস্তেজ হয়ে যাবে। আবার যেখানে বেশি রোদ পড়ে সেখানেও ফুল রাখবেন না। ফুলদানিতে ফুল রাখতে হলে ফুলের গায়ে থাকা পাতাগুলো কেটে নিলে ভালো হয়।

প্রতিদিন নিয়ম করে স্প্রের মাধ্যমে ফুলগুলোর গায়ে পানি দিতে হবে এবং এক সপ্তাহ পরপর ফুলদানিতে থাকা পানি পরিবর্তন করে নতুন পানি ব্যবহার করতে হবে। ফুলদানির পানিতে একটু ভিনেগার মিশিয়ে দিতে পারেন। ভিনেগার ফুলের মধ্যে থাকা ব্যাকটেরিয়া নষ্ট করে ফুলগুলোকে ভালো রাখবে। ফুলদানিতে কপার কয়েন অথবা কিছু পাথরের টুকরো রাখতে পারেন। এতে ফুলদানির পানি পরিস্কার থাকবে আর বারবার পানি পরিবর্তন করার প্রয়োজন হবে না।

ফুল ভালো এবং সতেজ রাখার আরও একটা উপায় হচ্ছে, আপনার ঘরের দেয়ালে কিংবা যে স্থানে ফুলদানিটি রাখবেন, সেসব জায়গাগুলো প্রতিদিন পরিস্কার করতে হবে। খেয়াল রাখবেন আপনার ঘরের দেয়ালে থাকা মাকড়সার জাল যেন আপনার ফুলের গায়ে কিংবা ফুলদানিতে না জড়ায়। তাতে করে ফুল দ্রুত নষ্ট হয়ে যায়।এ ছাড়া আপনার ফুলদানিটি যে স্থানে রাখবেন, সেই স্থানটি প্রতিদিন স্যাভলন মিশ্রিত পানি দিয়ে মুছে রাখুন। এতে বিভিন্ন ছোট পোকামাকড় এবং পিঁপড়ার কবল থেকে রক্ষা পাবে প্রিয় ফুল। 

whatsapp follow image

আরও পড়ুন

×