সন্তান
শিশুদের ঘরের মেঝে
সাঈম শামস্
প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ আগস্ট ২০২২ | ০২:১৭
শিশু মানেই হইচই, হুটোপুটি, হামাগুড়ি আর দুরন্তপনা। তাই শিশুর রুমের মেঝেটা হওয়া চাই নিরাপদ ও মজবুত। এতদিন স্রেফ মাটিতে, সিমেন্ট দিয়ে ঢালাই করা মেঝে, সিরামিকের টাইলস কিংবা মোজাইক করা মেঝেতে হাঁটি হাঁটি পা পা করে শিশু বেড়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে ঘরের মেঝেতে যোগ হয়েছে আধুনিক সব বৈচিত্র্যময়তা। যেমন- ভাইনাল ফ্লোরিং, উড ফ্লোরিং, ল্যামিনেট ফ্লোরিং, রাবার ফ্লোরিং, কার্পেট ফ্লোরিং ইত্যাদি। কিন্তু শিশুর জন্য সবচেয়ে নিরাপদ ও উপযুক্ত ফ্লোরিং কোনটি? এক বাক্যে প্রশ্নটির জবাব দেওয়া সম্ভব নয়। কারণ প্রতিটি ফ্লোরিংয়েই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে। তবে যদি কেবল শিশুর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের কথা বিবেচনা করা হয় তাহলে ভাইনাল ফ্লোরিং ও রাবার ফ্লোরিংই বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে।
শিশু ঘরের মেঝেটা এমন হওয়া চাই যেন শিশু হাঁটতে ও খেলাধুলা করতে গিয়ে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়। উড ফ্লোরিং, ল্যামিনেট ফ্লোরিং দেখতে খুবই চমৎকার, দৃষ্টিনন্দন, শক্তপোক্ত এবং সহজেই পরিস্কার যোগ্য। কার্পেট ফ্লোরিংকে শিশুর জন্য সবচেয়ে নিরাপদ ও আরামদায়ক বলে মনে হতে পারে। এ ধরনের ফ্লোরিং বেশ নরম ও শব্দরোধী। এতে শিশুদের ছোটাছুটির ধুপধাপ আওয়াজ অনেকটাই ঢাকা পড়ে যায়। তবে কার্পেট ফ্লোরিংয়ের সমস্যা হলো, ধুলা-ময়লা সহজে পরিস্কার করা যায় না। এ ছাড়া শিশুর হাত থেকে তরল দুধ, পানি, জুস ইত্যাদি পড়ে গেলে কার্পেট অনেকক্ষণ ভিজে থাকে, দ্রুত শুকানো বা মোছা কঠিন হয়ে যায়। রুমের নির্দিষ্ট স্থানে ছোট আকারের কার্পেট ব্যবহার করা যেতে পারে, যেখানে শিশু বসে অধিকাংশ সময় খেলাধুলা করবে। ময়লা হলে সেই ছোট কার্পেটটি সহজেই পরিস্কার করা যাবে বা রোদে শুকানো যাবে।
ভাইনাল ফ্লোরিং শিশুদের রুমের জন্য সবচেয়ে উপযুক্ত। ভাইনাল ফ্লোরিংয়ের জন্য যে টাইলসগুলো ব্যবহার করা হয় সেগুলোর পেছনে ফোম দেওয়া থাকে, তাই এর ওপর দিয়ে শিশু নিরাপদে হামাগুড়ি দিতে পারে। টাইলসগুলোর পেছনে কুশন থাকায় শব্দও অনেকটা কমে যায়। ভাইনাল ফ্লোরিং রক্ষণাবেক্ষণ করা সহজ। ধুলাবালি সহজে পরিস্কার করা যায়। সাধারণত এ ধরনের ফ্লোরিং পানি নিরোধক হয়ে থাকে, তাই তরল কিছু পড়ে গেলে সহজেই মোছা যায়।
রাবার ফ্লোরিংও বেশ শিশুবান্ধব, নিরাপদ এবং সহজে পরিস্কারযোগ্য। এক টুকরো কাপড় আর উষ্ণ পানি দিয়ে সহজেই এ ধরনের ফ্লোরিং পরিস্কার করা যায়। শিশু যদি নিচু খাট থেকে অসাবধানতাবশত ফ্লোরের ওপর পড়ে যায়, সে ক্ষেত্রে গুরুতর আঘাত পাওয়ার আশঙ্কা কম। কারণ রাবার ফ্লোরিং তুলনামূলক নরম ও শব্দনিরোধক। তাই এ ধরনের ফ্লোরিং শিশুর দুরন্তপনার জন্য নিরাপদ।
স্বল্প বাজেটের ভেতরে সেরা পাওয়া সম্ভব নয়, তবে শিশুর জন্য কাজ চালানোর মতো ফ্লোরিং চাইলে ল্যামিনেট ফ্লোরিং ভালো বিকল্প হতে পারে। এ ধরনের ফ্লোরিং রক্ষণাবেক্ষণ করাও বেশ সহজ। া
- বিষয় :
- শিশুর ঘর