ঢাকা শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪

যত্ন

আসবাবের যত্ন

আসবাবের যত্ন

বিল্লাল হোসেন

প্রকাশ: ০২ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ আগস্ট ২০২২ | ০২:০৫

বর্তমানে মেলামাইনের প্লাইউড, বোর্ড ও ওক কাঠের তৈরি আসবাব আমাদের দেশে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। প্লাইউড, ওক কাঠ দিয়ে চেয়ার, টেবিল, দরজা, খাট, ওয়ার্ডরোব ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসপত্র তৈরি করা হয়। বর্ষাকালে এসব জিনিসের সঠিক যত্নের প্রয়োজন হয়। কেননা আসবাবের ওপর পানি বা অন্যান্য তরল পড়লে দ্রুত আসবাব নষ্ট হয়ে যায়।
আসবাবের যত্ন নেবেন যেভাবে

মেলামাইনের প্লাইউড বোর্ড অথবা ওক কাঠের তৈরি যে কোনো ধরনের আসবাব জানালা ও দেয়াল থেকে দূরে রাখার চেষ্টা করুন। কেননা জানালা দিয়ে বৃষ্টির ছাট ঢুকে আসবাবগুলো ভিজে যেতে পারে। ভিজে গেলেই বোর্ড ও ওক কাঠের তৈরি আসবাবগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই জানালা ও দেয়াল থেকে আপনার আসবাবগুলো দূরে রাখার চেষ্টা করুন।
বোর্ড ও ওক কাঠের তৈরি আসবাবগুলো পরিস্কার করার সময় অনেকেই অজ্ঞতাবশত ভেজা কাপড় দিয়ে পরিস্কার করে থাকেন। এটি একটি ভুল পদ্ধতি। ভেজা কাপড় দিয়ে পরিস্কার করার ফলে কাঠের আসবাব বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং দ্রুত নষ্ট হয়ে যায়। তাই কাঠের তৈরি আসবাব পরিস্কারের সময় শুকনো ও নরম কাপড় ব্যবহার করুন।

এ ধরনের আসবাব ভালো রাখতে কেরোসিন তেল ও সুতি কাপড়ের সাহায্যে কিছুদিন পরপর আসবাব মুছে নিন। বিভিন্ন রঙের বার্নিশ মিশিয়ে ছয় মাস বা তিন মাস অন্তর অন্তর কাঠের তৈরি আসবাবগুলো পলিশ করুন। তাহলে এগুলো যেমন দেখতে সুন্দর থাকবে, তেমনি স্থায়িত্ব বাড়বে। নিয়মিত পলিশ করলে আসবাবগুলো একদম নতুনের মতো থাকবে।
কাঠের তৈরি আসবাবে নানা ধরনের পোকামাকড় আক্রমণ করে থাকে। পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচার জন্য আপনি অলিভ অয়েল, তিসির তেল কিংবা নিম তেল দিয়ে পলিশ করতে পারেন। সে ক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণের আশঙ্কা অনেকাংশে কমে যাবে। বর্ষাকালে পোকামাকড়ের আক্রমণের পরিমাণ বেড়ে যায়; তাই এই সময়টাতে অবশ্যই তেল ব্যবহার করুন।

সাধারণত আমাদের ঘরবাড়িতে আসবাব কোনো ধরনের বিবেচনা ছাড়াই রাখা হয়। ফলে খুব সহজে আসবাবগুলো ক্ষতিগ্রস্ত হয়। বার্ড ও ওক কাঠের তৈরি আসবাব এমন জায়গায় রাখুন, যেখানে অন্তত সূর্যের আলো ও বাতাস সহজে চলাচল করতে পারে। যদি আপনার ঘরে সূর্যের আলো প্রবেশ করতে না পারে সে ক্ষেত্রে একটু খোলামেলা জায়গায় কাঠের তৈরি আসবাবগুলো রাখার চেষ্টা করুন।

অনেকেই শখের বসে বারান্দা কিংবা লনে কাঠের তৈরি চেয়ার বা টেবিল প্রতিদিনকার বিভিন্ন কাজে ব্যবহার করে থাকেন। তবে বর্ষাকালে কাঠের তৈরি এসব আসবাব নষ্ট হয়ে যায় খুব দ্রুতই। সুতরাং বর্ষাকালে বারান্দা কিংবা লনে কাঠের তৈরি আসবাব ব্যবহার না করাই ভালো। ওক কাঠ, বোর্ডের তৈরি আসবাব ভুলেও বারান্দায় রাখবেন না। া

whatsapp follow image

আরও পড়ুন

×