ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

'আমার গল্পটাও ফিনিক্সের মতো'

'আমার গল্পটাও ফিনিক্সের মতো'

সুমন

কবীর সোহাগ

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ২১:৩৪

'অর্থহীন নতুনত্বে বিশ্বাসী। ভবিষ্যৎ সামনে রেখে একেকটি আয়োজন করে। আবার নির্দিষ্ট কোনো প্রজন্মের কথা ভেবেও গান তৈরি করে না। হয়তো সে কারণেই আমরা ভক্ত হিসেবে দেখা পেয়েছি, কিশোর-তরুণ-পৌঢ়-বৃদ্ধ নানা বয়সী সংগীতপ্রেমীর। যারা এতদিন অর্থহীনের কোনো কার্যক্রম না থাকার পরও আশা ছেড়ে দেয়নি, তাদের জন্যই আবারও গানের ভুবনে অর্থহীনের ফিরে আসা।' বিরতি ভেঙে অ্যালবাম আয়োজন শুরু নিয়ে এমন কথাই শোনালেন অর্থহীন ব্যান্ডের কাণ্ডারি সুমন। গত বছরের শেষ প্রান্তে অর্থহীনের নতুন অ্যালবাম প্রকাশের ঘোষণা দিয়েছিলেন বেজবাবা হিসেবে পরিচিত অর্থহীন ব্যান্ডের এই কণ্ঠশিল্পী।

তারপরও ভক্তরা এমন সুখবর পেয়েও কিছুটা সংশয়ে ছিলেন। দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া এই শিল্পী ব্যান্ডের নতুন আয়োজন করতে পারবেন কিনা- তা নিয়েই ছিল সংশয়। কিন্তু এবার সুমন নিজেই জানিয়ে দিলেন, অর্থহীনের অষ্টম অ্যালবাম তৈরির জন্য তিনি পুরোপুরি প্রস্তুত। একক গান প্রকাশের জোয়ারেও অ্যালবাম নিয়েই ভাবছেন তিনি। ক'দিন আগে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন সুমন। লিখেছিলেন, "এক সপ্তাহ ভয়ানক ব্যস্ত ছিলাম। প্রতিদিন গড়ে ৪ ঘণ্টার বেশি ঘুমাইনি। সারাক্ষণ ব্রেইনস্টরমিং, প্ল্যানিং, স্ট্যাটেজি, এক্সিকিউশন! কোনো একটা কিছু করে সেটাতে ব্যর্থ হয়ে আবার প্রথম থেকে শুরু করছিলাম অনেক কিছুই। মন ও শরীর যেন একটু পরপর রোলারকোস্টার রাইডে উঠছিল। মজার ব্যাপার হলো, একবারের জন্যও বিরক্তি আসেনি মনে। কারণ, কাজটা আমার কাছে অনেক 'স্পেশাল' বলা যেতে পারে। কাজটা অর্থহীনের অষ্টম অ্যালবামের।" তিনি আরও যোগ করে লিখেছেন, 'আগামী মাসে আবার স্টুডিওতে ঢুকব ১০-১৫ দিনের জন্য বাকি অর্ধেক অ্যালবামের কাজ শেষ করতে।

গত বছরের শেষে বলেছিলাম, আমাদের অষ্টম অ্যালবাম ২০২২ সালে ছাড়ব। সেটাই হবে।' সুমনের আত্মবিশ্বাসী এই কথায় শ্রোতাদেরও দারুণভাবে আন্দোলিত করেছে। তাঁর কথা থেকে এটাও স্পষ্ট হয়েছে, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে গানের আয়োজনেও থাকছে ভিন্নতা। কারণ ব্যান্ডের প্রত্যেক সদস্যই এখন মরিয়া আনকোরা সৃষ্টি তুলে ধরতে। আগে অর্থহীনের যে কোনো গানের বিষয়ে সুমন ও শিশিরের পরিকল্পনা প্রাধান্য পেত। এখন ব্যান্ডের বাকি দুই সদস্য মার্ক ডন এবং মহান ফাহিমও গানে নতুনত্ব তুলে ধরার বিষয়ে মন-প্রাণ উজাড় করে কাজ করে যাচ্ছেন। মূলত চার সদস্য বহুমাত্রিক সৃষ্টিতে মেতে উঠেছেন; যা সংকলিত করে প্রকাশ পাবে 'ফিনিক্সের ডায়েরি-১' নামে। অ্যালবামের এমন নামকরণ প্রসঙ্গে জানতে চাইলে সুমন বলেন, 'ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর আমার মাথায় যা আসত তাই ডায়েরিতে লিখে রাখতাম।

আমি মাল্টিপোল ক্যান্সারে আক্রান্ত হয়ে কোমায় ছিলাম এবং সেখান থেকেও আবার ফিরে এসেছি। আসলে আমার গল্পটা ফিনিক্সের মতো। ফিনিক্স যেমন আগুনে পুড়ে ছাই হয়ে আবার ফিরে আসে, আমিও তেমনি মৃত্যুর কাছাকাছি গিয়ে ফিরে এসেছি। সেই অভিজ্ঞতা থেকেই ফিনিক্সের ডায়েরিতে কবিতা, গান, সায়েন্স ফিকশন, সত্যি গল্প- সব ধরনের লিখে গেছি। অনেকে বলেছিলেন, আমার সেসব লেখা নিয়ে বই প্রকাশ করতে। তা আর হয়ে ওঠেনি। তাই বইয়ের পরিকল্পনা মাথা থেকে ঝেড়ে ফেলে অ্যালবামের নাম 'ফিনিক্সের ডায়েরি' নির্বাচন করেছি। দুই খণ্ডের আয়োজন বলেই প্রথম খণ্ডের নাম 'ফিনিক্সের ডায়েরি-১'। এখন কথা হলো, নামের মতো অ্যালবামের গানের কতটা বৈচিত্র্য থাকছে। তা জানতে চাইলে সুমন বলেন, 'ব্যান্ডের মহান ফাহিমকে সবাই চেনেন অ্যাকোস্টিক গিটারিস্ট হিসেবে। কিন্তু এই অ্যালবামে অ্যাকোস্টিক গিটারের কোনো পার্ট থাকছে না।

তারপরও মহানের বিশাল অবদান আছে এ আয়োজনে, যার সুবাদে তাকে শ্রোতারা নতুনভাবে চিনে নেওয়ার সুযোগ পাবেন। মোট কথা, এটা কোনোভাবে পুরোনো অ্যালবামের মতো হবে না। এবার এমন একটা চ্যালেঞ্জ নিয়ে অ্যালবাম করেছি, যা ৫ বছর পরও শ্রোতারা উপলব্ধি করবেন। স্বীকার করবেন, সংগীতের নতুন একটি ধারা সৃষ্টি করেছে অর্থহীন।' সুমনের এই কথা থেকে বোঝা যায়, অর্থহীন এবার নতুন অবয়বে দেখা দিতে যাচ্ছে শ্রোতার সামনে। এখন প্রশ্ন হলো, চিরচেনা অর্থহীন কি নিজস্বতায় থেকে সরে গিয়ে পুরোপুরি খোলনলচে বদলে ফেলতে যাচ্ছে? এর জবাবে সুমন বলেন, ''নিজস্বয়তা বিসর্জন দেওয়া সম্ভব নয়। যেসব সৃষ্টির মধ্য দিয়ে অর্থহীনের পরিচিতি, তার সুবাদেই শ্রোতার সব প্রত্যাশা। তাই নিজস্বয়তা ধরে রেখেই নতুন কিছু করতে চেয়েছি। সংগীতে নতুন শব্দ সংযোজন থাকলেও গানের কথা ও সুরে নিজস্ব ধারাই বজায় রেখেছি। যাতে করে শ্রোতা 'ফিনিক্সের ডায়েরি-১' অ্যালবামের মধ্য দিয়ে একই সঙ্গে নতুন এবং চিরচেনা অর্থহীনকে আবিস্কার করতে পারেন।''

আরও পড়ুন

×