ঢাকা রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

সমভাব ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব

সমভাব ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব

'দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন' [মালায়লাম] সিনেমায় সুরাজ ভেঞ্জারামুদু ও নিমিশা সাজায়েন

নন্দন প্রতিবেদক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ২৪ আগস্ট ২০২২ | ২০:৩২

উদ্দেশ্য ছিল একটি নিরাপদ মঞ্চ তুলে ধরা, যেখানে থাকবে না কোনো হুমকি, কথা বলা যাবে মন খুলে, উদযাপন করা হবে জেন্ডার বৈচিত্র্য। যার পরিপ্রেক্ষিতে ২১ ও ২২ আগস্ট ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ, সংগত ফেমিনিস্ট নেটওয়ার্ক ঢাকা এবং ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশ যৌথভাবে ছায়ানটে আয়োজন করে এক ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবের। 'সমভাব ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসব' শিরোনামের এই উৎসবে রাজধানী ঢাকার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি আমন্ত্রণ জানানো হয়েছিল মানবাধিকার ও জেন্ডার নিয়ে কাজ করেন সেসব সুশীল সমাজের সদস্যকে। এ আয়োজনে ছিল জেন্ডার নিয়ে নির্মিত ১৩টি জাতীয় ও আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং তথ্যচিত্র প্রদর্শনী। সে তালিকায় ছিল 'দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন', 'নাটখাট', 'হৃদয় বসত', 'আনটাইং দ্য নট', 'মাইদা', 'ব্ল্যাক রোজেজ অ্যান্ড রেড ড্রেসেস', 'ভাপ', 'সানডে ডার্লিং', 'তুলোনি বিয়া'সহ পুরস্কারপ্রাপ্ত ও দর্শকনন্দিত বেশ কিছু চলচ্চিত্র। যেখানে তুলে ধরা হয়েছে জেন্ডারভিত্তিক বৈষম্য, নারীর প্রতি সহিংসতা থেকে শুরু করে ট্রান্সফোবিয়াসহ বিভিন্ন বিষয়।

ভারতের প্রখ্যাত নারীবাদী ও মানবাধিকারকর্মী কমলা ভাসিনের নামে উৎসর্গকৃত এই উৎসবে ওয়ান বিলিয়ন রাইজিং বাংলাদেশের সমন্বয়ক ও সংগত ফেমিনিস্ট নেটওয়ার্কের উপদেষ্টা খুশী কবির বলেন, কমলা ভাসিন চেয়েছিলেন এই উৎসব যেন বাংলাদেশে আসে। তিনি বলতেন, 'পিতৃতন্ত্র মানুষের মনুষত্ব কেড়ে নেয়। মানুষকে ভালোবাসা মানে শুধু পুরুষকে নয়, নারী-পুরুষ ও সব লিঙ্গের মানুষকে ভালোবাসা।' জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ও ব্র্যাক ইউনিভার্সিটির ডিন ডক্টর সাবিনা ফয়েজ রশিদ বলেন, 'এখনও জেন্ডারের পরিচয় ও অভিব্যক্তি বিষয়ক আলোচনাগুলো প্রথাগত মাধ্যমেই হয়ে থাকে। আমি মনে করি, জেন্ডারের বৈচিত্র্য, অভিব্যক্তি ইত্যাদি বিষয় সমভাব ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবের মতো সৃজনশীল উদ্যোগ দিয়েই সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব।' ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন উম্মে বুশরা ফাতেহা সুলতানা বলেন, 'সহিংসতা মোকাবিলায় পুরুষদের শামিল করা অত্যন্ত জরুরি। কারণ হিংস্রতার বিরুদ্ধে অবস্থান নেওয়া এখন আর শুধু নারী অধিকারে সীমাবদ্ধ নেই। ভ্রাম্যমাণ চলচ্চিত্র উৎসবটি তরুণদের সঙ্গে বিশেষজ্ঞদের সংযোগ তৈরি করতে চায়, যাঁরা সমসাময়িক জেন্ডার বিষয়ক বিভিন্ন বিষয় ও সব জেন্ডারের সঙ্গে সম্পর্কিত ইন্টারসেকশনালিটি নিয়ে কথা বলেন। পাশাপাশি স্বাস্থ্যকর, বহুত্ববাদী ও জেন্ডারের বিচারে ন্যায্য সমাজের বার্তা ছড়িয়ে দিতে চায়।'

আরও পড়ুন

×