ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

পুরাণ এবং ফ্যান্টাসির 'ব্রহ্মাস্ত্র'

পুরাণ এবং ফ্যান্টাসির 'ব্রহ্মাস্ত্র'

রণবীর কাপুর ও আলিয়া ভাট

উপমা পারভীন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০

অপেক্ষার প্রহর ফুরাল। আগামীকাল মুক্তি পাচ্ছে রণবীর-আলিয়ার বহুল প্রতীক্ষিত সিনেমা 'ব্রহ্মাস্ত্র'। ছবিটি মুক্তির আগেই গত সোমবার নিজেদের অভিনীত প্রথম থ্রিডিতে ছবির চূড়ান্ত কাট দেখলেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। সঙ্গে ছিলেন পরিচালক অয়ন মুখোপাধ্যায় ও ছবির কলাকুশলীরা। অয়নের বহু সাধনার ফল 'ব্রহ্মাস্ত্র। পুরাণের সঙ্গে ফ্যান্টাসিকে মিলিয়ে তৈরি করেছেন ছবিটি। কথা ছিল, ২০২০ সালে মুক্তি পাবে; কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। দীর্ঘ অপেক্ষার পালা শেষে এবার মুক্তি পাচ্ছে ছবিটি। ছবির ফাইনাল কাট দেখে আবেগে উচ্ছ্বসিত পরিচালকের পাশাপাশি নায়ক-নায়িকাও। ছবি দেখেই আলিয়া তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেন। যাতে দেখা যায়, ব্রহ্মাস্ত্র নিয়ে তাঁদের আবেগ-উদ্বেগের ঝলক। এই ছবিতে প্রথম জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর ও আলিয়া। তাঁদের সঙ্গে আরও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, মৌনী রায় ও দক্ষিণের সুপারস্টার নাগার্জুনা।
সিনেমাবোদ্ধাদের মতে, এই সিনেমা বলিউডের খরা কাটাবে। হিন্দি সিনেমার দুর্দিনে আশার আলো দেখাচ্ছে 'ব্রহ্মাস্ত্র'। অন্তত ছবির অগ্রিম টিকিট বুকিংয়ের হিসাব-নিকাশ তেমনই বলছে। এই ছবির হাত ধরেই ঘুরে দাঁড়াতে পারে বলিউড, এমনই আভাস পাচ্ছেন চলচ্চিত্র বাণিজ্য বিশেষজ্ঞরা। কয়েক দিন আগে থেকেই শুরু হয়েছে ছবির অগ্রিম টিকিট বুকিং। এরই মধ্যে প্রায় সাড়ে ৩ লাখ টিকিট বিক্রি হয়েছে। ২০১৭ সালে শুরু হয় 'ব্রহ্মাস্ত্র' সিনেমার দৃশ্যধারণ। পাঁচ বছর ধরে চলা এই ছবি যে বেশ প্রভাব ফেলতে চলেছে বক্স অফিসে, তা কিছুটা আশাই করা যায়। কারণ, এরই মধ্যে ছবির কয়েকটি গান, ট্রেলার ও টিজারের পাশাপাশি বেশ কিছু ক্লিপিংও মুক্তি পেয়েছে; যা দেখে চোখ কপালে উঠছে নেটিজেনদের।
সম্প্রতি ছবির প্রযোজক কারণ জোহর তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন। যেখানে দেখা যাচ্ছে, এই ছবিতে প্রচুর ভিএফএক্স ব্যবহার করা হয়েছে। এর পাশাপাশি ছবির কলাকুশলীরাও নানা বিপজ্জনক দৃশ্যে কোনো স্টান্টম্যান ছাড়াই অভিনয় করেছেন। তেমনই একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন করণ। তাতে দেখা যাচ্ছে, বিপজ্জনক একটি দৃশ্যে অভিনয় করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন ও নাগার্জুনা। মাইথোলজিক্যাল থ্রিলার এই ছবি ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস নজর কাড়ছে। অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি ড্রামা ব্রহ্মাস্ত্রের জন্য ২৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন রণবীর কাপুর। অন্যদিকে, আলিয়া ভাট এই ছবির জন্য পারিশ্রমিক নিয়েছেন ১২ কোটি রুপি। এদিকে 'ব্রহ্মাস্ত্র' ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে কিনা, তা নিয়ে নানা জল্পনা চলছিল বেশ কিছুদিন ধরে। সেই খবরে সিলমোহর দিলেন অভিনেত্রী মৌনী রায়। এই ছবিতে তাঁকে দেখা যাবে অন্ধকারের দেবীর চরিত্রে। এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, 'যখন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা কাজ করছেন; তখন শাহরুখ স্যারও অতিথি হিসেবে থাকছেন।' 'ব্রহ্মাস্ত্র' ছবিতে খলনায়িকার চরিত্রে অভিনয় প্রসঙ্গে মৌনী বলেন, 'আমি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য এসেছিলাম। এরপর এটি বড় চরিত্র হয়ে গেছে। আমার কাছে নেতিবাচক চরিত্রে অভিনয় অত্যন্ত চ্যালেঞ্জিং। এত দিন যত কাজ করেছি, তার মধ্যে সব থেকে চ্যালেঞ্জিং চরিত্র এটি।'
আগামীকাল ভারতের মোট পাঁচ হাজার প্রেক্ষাগৃহের পাশাপাশি বিশ্বব্যাপী তিন হাজার সিনেমা হলে মুক্তি পাবে 'ব্রহ্মাস্ত্র'।

আরও পড়ুন

×