ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

মাহির অল্প স্বল্প গল্প

মাহির অল্প স্বল্প গল্প

মাহিয়া মাহি ছবি :: হোসাইন সেতু

অনিন্দ্য মামুন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ | ২১:৫৯

রাজশাহীর মেয়ে মাহিয়া মাহি। তাঁর আসল নাম শারমীন আক্তার নিপা। কলেজে পড়াকালে পা বাড়ান মডেলিংয়ের দিকে। মডেলিং নিয়েই যখন ধ্যানজ্ঞান, ঠিক সে সময়েই পেয়ে যান সিনেমায় কাজের প্রস্তাব। ২০১২ সালে শাহীন সুমনের 'ভালোবাসার রঙ' দিয়ে শুরু হয় তাঁর চলচ্চিত্রে যাত্রা। মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি পরিণত হন হার্টথ্রব নায়িকায়। গত ১০ বছরে একটু একটু করে নিজেকে প্রমাণ করেছেন মাহি। এই ১০ বছরের ক্যারিয়ারে নানামুখী অভিজ্ঞতার মুখে পড়েছেন। কখনও ভালো, কখনও তিক্ত। সব ছাপিয়ে মাহি এখন বেশ সুখী মানুষ। সিনেমা করছেন, ব্যবসা করছেন, করছেন সংসারও।

এরই মধ্যে একের পর এক মুক্তি পাচ্ছে তাঁর নতুন নতুন ছবি। সব মিলিয়ে জীবনটা উপভোগ করছেন এই নায়িকা। উপভোগ করছেন ব্যস্ততাকেও। কথায় কথায় মাহি জানালেন তাঁর এই জীবনের কথা, তাঁর সুখে থাকার কথা, তাঁর মুক্তি প্রতীক্ষিত ছবি 'লাইভ'-এর কথা। আগামীকাল মুক্তি পাচ্ছে ছবিটি। 'লাইভ' নিয়ে মাহি বলেন, 'ছবিটির গল্প ও নির্মাণশৈলী চমৎকার হয়েছে। আমি নিজেও শতভাগ দিয়ে কাজটি করেছি। ছবিটির টিজারও দর্শক পছন্দ করেছেন। আশা করছি, ছবিটি ভালো লাগবে সবার।' সম্প্রতি শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটির ১ মিনিট ৪৮ সেকেন্ডের টিজার প্রকাশ হয়।

যেখানে টানটান উত্তেজনায় ভরা ছিল। ছবির মাধ্যমে আবারও পর্দায় জুটি হয়ে আসছেন মাহি-সাইমন। 'পোড়ামন' ছবি দিয়ে জুটি হিসেবে রুপালি পর্দায় নাম লেখান তাঁরা। এরপর তাঁরা অভিনয় করেন 'জান্নাত', 'আনন্দ অশ্রু' ও 'আমার মা আমার বেহেশত' ছবিতে। এ ছাড়া সামনে দেখা যাবে 'গ্যাংস্টার', 'নরসুন্দরী' ছবিতে। মাহি বলেন, 'সাইমনের সঙ্গে বেশ কিছু ছবি করেছি। এর সবই গল্পনির্ভর ছবি। লাইভও এর ব্যতিক্রম নয়। দর্শক এবারও নিরাশ হবেন না।' তিনি অভিনয় আগের চেয়ে কমিয়ে দিয়েছেন। ভবিষ্যতে আরও কমাতে চান বলেও জানালেন। নতুন কিছু শুরু করেছেন।

সেখানেই সময় দিচ্ছেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। গাজীপুরের ব্যবসায়ী কামরুজ্জামান সরকারের সঙ্গে বিয়ের পর তাঁর ব্যবসায়ী হওয়ার এই চিন্তা আরও বেশি পোক্ত হয়। সেই চিন্তা থেকেই মাহি শুরু করেছেন রেস্টুরেন্ট ব্যবসা। নাম দিয়েছেন ফারিশতা। এখন স্বামী-সংসার ও শুটিংয়ের ব্যস্ততা সামলানোর সঙ্গে এই ফারিশতাকেও সামলাতে হচ্ছে মাহিকে। গেল বছর ১৩ সেপ্টেম্বর এই অভিনেত্রী গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন। বিয়ের পরের দিনগুলো স্বামীর সঙ্গে বেশ ভালোই কাটাচ্ছেন। সেসব ঘটনা ফেসবুকে নিয়মিত ভক্তদের জানান মাহিয়া মাহি। মাহি বলেন, 'ভক্তরা আমার সিনেমা দেখতে চান, আমাকে পছন্দ করেন, আমাকে ফেসবুকে অনুসরণ করেন- এটা আমার বড় পাওয়া। চলচ্চিত্রে এসে এমন অনেক কিছু পেয়েছি। তাঁদের সঙ্গে যোগাযোগ রাখতেই ফেসবুকে সরব থাকা।'

মাহি দেশের প্রথম সারির নায়িকা হলেও একটা আক্ষেপ তাঁকে আজও তাড়া করে। মাহির ভাষ্য, 'দেশের সীমান্ত এলাকায় গিয়েও যদি কাউকে বলা যায়, শাবনূরকে চেনেন কিনা? সঙ্গে সঙ্গে তাঁরা চিনতে পারবেন। তিনি সেভাবেই দর্শকের কাছে পৌঁছেছেন। দেশের আনাচে-কানাচে শাবনূর আপাকে দর্শক চেনেন। সেই জায়গায় হয়তো এখনও সেভাবে দর্শকের কাছে পৌঁছাতে পারিনি। সে রকম একটা জায়গায় গেলে আফসোস কমত। যেতে পারব কিনা, জানি না। দেশের সব শ্রেণির দর্শক যেন আমার কাজ পছন্দ করেন, এখনও সেই চেষ্টা করছি।'

অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করারও ইচ্ছে আছে এই নায়িকার। মাহি বলেন, 'ইচ্ছে আছে, কিন্তু এখনই ঘোষণা দিতে চাই না। এ জন্য আলাদা প্রস্তুতি দরকার। এমন না যে আমার অসংখ্য সিনেমায় অভিনয় করা হয়ে গেছে বা আমি অনেক সিনিয়র হয়ে গেছি। আমি নিয়মিত কাজ করছি। প্রযোজনার বিষয়টি সময়ই বলে দেবে।' ছবি মুক্তির আগে প্রচারণা নিয়ে ছবির নায়ক-নায়িকার বিরুদ্ধে প্রযোজক-পরিচালকের অভিযোগ প্রায়ই শোনা যায়। আপনি কী বলবেন? এমন প্রশ্ন শুনে মাহির চেহারায় খানিকটা বিরক্তির ভাব মনে হলো! একটু দম নিয়ে মাহি বলেন, অভিযোগ দিলে তো হবে না। 'আয়নাবাজি', 'ঢাকা অ্যাটাক' কিংবা 'স্বপ্নজাল' ছবির প্রচারণার মতো পরিকল্পনা করে প্রচারণা করতে হবে। কিন্তু অনেক সময় আমাদের পরিচালকরা হুট করেই ছবি মুক্তির দু-এক দিন আগে ছবির প্রচারণার কথা বলেন। দেখা গেল, তখন ওই ছবির নায়ক-নায়িকা ঢাকাতেই নেই। এভাবে হবে না। প্রচারণা ছবির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা অবশ্যই সময় নিয়ে, পরিকল্পনা করে করতে হবে।

পর্দায় চরিত্র ঠিকঠাক ফুটিয়ে তুলতে কত কিছু করেন অভিনয়শিল্পীরা! কেউ ওজন কমান, কেউ আবার বেসামাল খেয়েদেয়ে ওজন বাড়ান, কেউ দিনের পর দিন জিম করে সিক্স প্যাক বানান। এত প্রস্তুতির পরেই নামেন শুটিংয়ে। এসব ব্যাপারে সমসাময়িকদের থেকে মাহি আলাদা। তিনি নিজের মতো করে ভাবেন। শরীর ঠিক রাখতে অন্যরা যখন ডায়েটিং থেকে জিমে, তখন তিনি থাকেন নিজের মতো করে। যার কর্মকাণ্ড তাঁর ফেসবুকেও ফুটে ওঠে।

আরও পড়ুন

×